মাসুদ রানা,পত্নীতলা প্রতিনিধিঃ
নওগাঁর পত্নীতলায় ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সৌজন্যে, ইম্প্রেশন ফাউন্ডেশনের আয়োজনে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৩ জানুয়ারি) বেলা ১১ টায় উপজেলার চাঁদপুর কাজী পাড়া এলাকায় ১শত ৬০ জন শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন শিক্ষক ফারুক হোসেন, ইঞ্জিনিয়ার ধীরেন, নজিপুর পৌরসভার প্যানেল মেয়র যুগল চন্দ্র দেবনাথ, মহিলা কাউন্সিলর ফারজানা ও ফারহানা, ইম্প্রেশন ফাউন্ডেশন রাশেদ, রানা, রবিউল প্রমূখ।
দেশের উত্তরের জনপদ নওগাঁ সর্বোনিম্ন তাপমাত্রায় কাঁপছে। উত্তরের হিমেল হাওয়া আর সকালের ঘন কুয়াশায় শীতের তীব্রতায় নাকাল নওগাঁ পত্নীতলার মানুষজনরা ।জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। চরম বেকায়দায় ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষেরা। হাড়কাঁপানো শীতে যবুথবু প্রবীণ মানুষজন।