নওগাঁ নিউজ ডেস্কঃ
নওগাঁয় শীতার্ত অসহায় মানুষের মধ্যে বস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ আওয়ামী সাংস্কৃতিক ফোরাম (আসাফো) নওগাঁ জেলা শাখা।
বুধবার শহরের সরিষাহাটি মোড় বিকেলে সংগঠনের পক্ষ থেকে প্রায় শতাধিক শীতবস্ত্র বিতরণ করা হয়। প্রচণ্ড শীতে কষ্ট পাওয়া মানুষগুলোর পাশে সহযোগিতায় এগিয়ে আসতে বিত্তবানসহ বাংলাদেশ আওয়ামী সাংস্কৃতিক ফোরাম (আসাফো) সংগঠনের নেতাদের প্রতি আহ্বান জানান সংগঠনের নওগাঁ জেলা শাখা সভাপতি সমা মজুমদার সুজলা।
সরিষাহাটি মোড় আওয়ামী লীগের পার্টি অফিসের পার্শ্ববর্তী এলাকায় নওগাঁ জেলা শাখার সভাপতি সমা মজুমদার সুজলার উদ্দেগে নওগাঁর শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করে। এসময় উপস্থিত ছিলেন আসাফোর সাধারণ সম্পাদক অপুর্ব কুমার দাস,সহ-সভাপতি কাজী নাজমুন নাহার নিলা ও সাংগঠনিক সম্পাদক চন্দন কুমার বর্মন।