গোলজার রহমান,ধামইরহাট প্রতিনিধিঃ
নওগাঁর ধামইরহাটে অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে যাওয়া ঘর নির্মাণের জন্য ভুক্তভোগী আছমা খাতুনকে ৬ হাজার টাকার একটি চেক, দুই বান্ডিল টিন ও শীতবস্তু হিসেবে পাঁচটি কম্বল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুর দুইটার সময় উপজেলার আমায়তাড়া বাজার এলাকায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসমা খাতুন গৃহ নির্মাণের জন্য ওই ভুক্তভোগীর হাতে একটি চেক, টিনসহ গৃহ নির্মাণ সামগ্রী তুলে দেন।
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, গত রোববার দুপুরে উপজেলার আমাইতাড়া বাজার এলাকার আব্দুল আজিজের মেয়ে আছমা খাতুনের টিনশেডের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে করে ঘরের আসবাবপত্র, চাল ডালসহ সবকিছু পুড়ে যায়। এবং পুড়ে যাওয়া বাসস্থান নির্মাণ ও আর্থিক সাহায্যের জন্য গত সোমবার উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি আবেদন করেন তিনি।
আছমা খাতুন বলেন, ‘অগ্নিকাণ্ডের ঘটনায় ঘরের আসবাবপত্র, চাল ডালসহ টিনশেডের পুরো বাড়ির সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। ঘরবাড়ি সহায়সম্বল হারিয়ে পরিবারকে নিয়ে রাত কাটাতে হয় খোলা আকাশের নিচে। এরপর উপজেলা নির্বাহী অফিসারের কাছে সহযোগিতা চাইলে তিনি গৃহ নির্মাণের জন্য নগদ অর্থসহ দুই বান্ডিল টিন ও শীতবস্ত্র দিয়ে সার্বিক সহযোগিতা করেন।’
উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুন বলেন, ‘টিনশেডের পুড়ে যাও ওই বাড়িটি আসমা খাতুনের একমাত্র সহায় সম্বল ছিল। গত রোববার অগ্নিকাণ্ডের ঘটনায় সেটি পুড়ে ছাই হয়ে যায়। বিষয়টি জানতে পেরে ঘটনাস্থল পরিদর্শন করেন। এবং গৃহ নির্মাণের জন্য ত্রান মন্ত্রণালয় ও দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের তহবিল থেকে ভুক্তভোগী ওই পরিবারকে নগদ অর্থ সহায়তা হিসেবে দেওয়া হয়।’
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মনসুর আলী, উপ-সহকারি কৃষি অফিসার লাবনী খাতুন ও ভুক্তভোগী পরিবারের আনান্য সদস্যরা।