নওগাঁ নিউজ ডেস্কঃ
Rural Microenterprise Transformation Project (RMTP)’র মাধ্যমে ক্ষুদ্র ও প্রান্তিক চাষী/খামারি পরিবার ও ক্ষুদ্র উদ্যোক্তাদের আয় বৃদ্ধি এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ ও পারিবারিক পুষ্টি উন্নয়নের লক্ষ্যে International Fund for Agricultural Development (IFAD) ও Palli Karma-Sahayak Foundation – PKSF এর আর্থিক সহায়তায় ‘‘নিরাপদ মৎস্য ও মৎস্য পণ্য উৎপাদন এবং বাজারজাতকরণ’’ শীর্ষক ভ্যালু চেইন উপ-প্রকল্প বাস্তবায়ন করছে নওগাঁর বে-সরকারি উন্নয়ন সংস্থা মৌসুমী।
গত ১২-১৩ ফেব্রুয়ারী ২০২৪ তারিখ ০২ দিনের জন্য উক্ত প্রকল্পের আওতায় বিভিন্ন কার্যক্রম পরিদর্শনে আসেন পিকেএসএফ আরএমটিপি প্রকল্পের সম্মানিত উপ-প্রকল্প সমন্বয়কারী (টেকনিক্যাল) জনাব মোহাম্মদ আবু আল বাতেন।
০২দিন ব্যাপি মৌসুমী আরএমটিপি প্রকল্পের মাঠ পর্যায়ের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন এবং প্রকল্পের আওতায় সুবিধাভোগীদের সাথে মতবিনিময় করেন, একই সাথে প্রকল্প বাস্তবায়নের আলোকে বেশকিছু পরামর্শ প্রদান করেন। মাঠ পর্যায়ে কার্যক্রম পরিদর্শন কালে সাথে ছিলেন সংস্থার উপ-নির্বাহী পরিচালক জনাব মো. এরফান আলী, ব্যবস্থাপক (মনিটরিং) জনাব মো. সোহেল রানা, রাণীনগর জোনের জোনাল ম্যানেজার জনাব মো. মিনহাজুল ইসলাম এবং মৌসুমী আরএমটিপি প্রকল্পের ভিসিএফ জনাব মো. ফিরোজ হোসেন ও এভিসিএফ সকল।