নওগাঁ নিউজ ডেস্কঃ
‘লাগাই গাছ, বাড়াই বন’ এই প্রতিপাদ্যকে ধারণ করে বাংলাদেশ এক্স – ক্যাডেটস্ এসোসিয়েশন ( বেকা ) এর ৪৩ তম ও নওগাঁ জেলা ইউনিটের ৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ” বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচী -২৪” অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (০১ মার্চ) বিকেল ৩:৩০ নওগাঁ সদর উপজেলার বিভিন্ন রাস্তার পাশে, মাদ্রাসায়, সাধারণ মানুষ এবং ক্যাডেটদের মাঝে প্রায় ২ শতাধিক বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি- ২৪ পালিত হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন বেকা নওগাঁ জেলা ইউনিটের সভাপতি নূরতাজ সোমা, সাংগঠনিক সম্পাদক মো মানিক হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক রুমি আক্তার সহ অন্যান্য সদস্যবৃন্দ।
এসময় বেকা নওগাঁ জেলা ইউনিটের সভাপতি নূরতাজ সোমা বলেন, বৃক্ষরোপণের উদ্দেশ্য ও প্রয়োজনীয়তা উপলব্ধি করে বৃক্ষের পরিচর্যা করতে হবে। তাতে করে মানবজাতি ও প্রাণীকুলের বৃহত্তর কল্যাণ সাধিত হবে।
এছাড়াও ভারসাম্যপূর্ণ ও দূষণমুক্ত পরিবেশ তৈরিতে বৃক্ষরোপণ তথা বনায়নের বিকল্প নেই। গাছবিহীন পৃথিবী এক মুহূর্তও অসম্ভব। মানুষের যাপিত জীবনের সব কিছুই গাছকে ঘিরে। তাই গাছ নিধন হলে গাছ শুধু একাই মরে না। মানুষসহ প্রায় সব প্রাণসত্তার জন্যই তা ঝুঁকি ও উৎকণ্ঠার কারণ হয়ে দাঁড়ায়। একটি পূর্ণবয়স্ক বৃক্ষ বছরে যে পরিমাণ অক্সিজেন সরবরাহ করে, তা কমপক্ষে ১০ জন পূর্ণবয়স্ক মানুষের বার্ষিক অক্সিজেনের চাহিদা মেটায়। তাই বৃক্ষরোপন ও এর পরিচর্যা উভয়ই গুরুত্বপূর্ণ।