গোলজার রহমান,ধামইরহাট,প্রতিনিধি:
নওগাঁর ধামইরহাটে উপজেলা প্রশাসনের আয়োজনে ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ মার্চ) সকাল ৯ টায় উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন উপজেলা পরিষদ ও উপজেলা আওয়ামী লীগসহ এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা।
এরপর উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুনের সভাপতিত্বে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণ প্রদর্শনের মধ্য দিয়ে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আজাহার আলী।
আলোচনা সভা শেষে উপজেলা প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে ৭ই মার্চের উপর বিভিন্ন কুইজ ও চিত্রাঙ্গন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. দেলদার হোসেন, সাধারণ সম্পাদক মো. শহীদুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোসা. জেসমিন আক্তার, ভাইস চেয়ারম্যান মো. সোহেল রানা, ধামইরহাট থানার ভারপ্রাপ্ত অফিসার (তদন্ত) মো. হাবিবুর রহমান, যুব উন্নয়ন অফিসার মো. কামরুজ্জামান সরদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি আবু সুফিয়ান হোসাইন ও বীর মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান।