গোলজার রহমান ধামইরহাট প্রতিনিধিঃ
নওগাঁর ধামইরহাটে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ বর্ডার গার্ড (১৪-বিজিবি) সীমান্তবর্তী এলাকার এতিম, গরিব, দুঃস্থ ও সমাজের সুবিধাবঞ্চিত জনসাধারণকে সঙ্গে নিয়ে ইফতার সামগ্রী বিতরণ করেছে।
মঙ্গলবার (২৬ মার্চ) বিকেল সাড়ে চারটার সময় এক বিজ্ঞপ্তিতে পত্নীতলা (১৪ বিজিবি) ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হামিদ উদ্দিন পিএসসি জানান, বিজিবি সীমান্তের গরীব দুঃখী জনগণকে সহায়তা দেওয়ার লক্ষ্যে নিয়মিতভাবে মেডিকেল ক্যাম্প বিভিন্ন প্রকার ত্রানসামগ্রী ও শীতবস্ত্র বিতরণ এবং অন্যান্য সহযোগিতামূলক কার্যক্রম পরিচালনা করে থাকে। এ কারণে প্রতিবছর ন্যায় এ বছরও দেশের প্রত্যন্ত অঞ্চলে মাসব্যাপী ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে তিনি আরো জানান, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মাহে রমজানের আনন্দ সীমান্তবর্তী গরিব, দুস্থ ও সমাজের সুবিধা বঞ্চিত জনসাধারণের সঙ্গে ভাগাভাগি করে নিতে উপজেলার বীরগ্রাম সিদ্দিকিয়া হাফিজিয়া মাদরাসা ও এতিমখানা মাঠে ২০০ জন গরিব, দুস্থ, সুবিধা বঞ্চিত ও এতিম শিশুদের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।