নওগাঁ নিউজঃ
“মানবতার কল্যানে,
কাজ করবো একসাথে।”
এই স্লোগানকে সামনে রেখে ২০১৮ সাল থেকে দেশের অসহায়/দরিদ্র/নিম্ন-আয়ের মানুষের জন্য কাজ করে যাচ্ছে ”আলোকবর্তিকা ফাউন্ডেশন”
বর্তমান নিত্যপণ্যের বাজার মূল্যের উর্ধ্বগতির এই সময়ে অনেকেই যখন ঈদের আমেজকে বৃদ্ধির লক্ষে নিজেদের প্রয়োজন মেটাতে মরিয়া হয়ে পরেছে। ঠিক তখনই সমাজের কিছু সচেতন, বিবেকবান, মহৎ মানুষের সার্বিক সহায়তায় মহাস্থান, গোকুল, পলাশবাড়ী, লাহিড়ীপাড়া, শেখেরকোলা ও চন্ডিহারা এলাকার অসহায় ও মেহনতী মানুষের মাঝে, একবেলা ভালো মানের খাদ্য সামগ্রী প্রদানের মাধ্যমে, তাদের ঈদ আনন্দকে আরও তরান্বিত করতে ”আলোকবর্তিকা ফাউন্ডেশন” এর ১৪ তম ইভেন্টের অংশ হিসাবে ৭ এপ্রিল ২০২৪ সকাল থেকে ৩৩ টি অসহায়/দরিদ্র/নিম্ন-আয়ের পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।একই দিন ইফতারের পূর্ব মুহুর্তে জীবিকার তাগিদে ঘর ছেড়ে আসা খেটে খাওয়া অসহায় ও ছিন্নমূল মানুষের হাতে তুলে দেয়া হয় ৮৭ টি ইফতার বক্স। দিনের শেষাংশে আলোকবর্তিকা ফাউন্ডেশন, মহাস্থান, বগুড়া এর উদ্যোগে সদস্য, শুভাকাঙ্খী সহ সকল শ্রেণী পেশার মানুষের জন্য ইফতার মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের সফল সভাপতি তাবরিজ আহমেদ বারিদার, সহ-সভাপতি রিজু ইসলাম রিপন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল হাসান মুরাদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ মেহেদী হাসান মারজান, কোষাধ্যক্ষ আবু সায়েম, সাবেক সহ-সভাপতি গোলাম রব্বানী রকি, সাবেক সাধারণ সম্পাদক ইসলামুল হক সাগর, রোকনুজ্জামান রোকন, রাজ বাবু ফিরোজ, সিফাত, জাকারিয়া সহ সংগঠনের সকল সক্রিয় সদস্যবৃন্দ।
উক্ত আলোচনা সভায় সভাপতি তাবরিজ আহম্মেদ এমন মহান উদ্যোগে সহযোগিতা করায় সমাজের সকল সচেতন ব্যক্তিবর্গের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সেই সাথে ভবিষ্যতেও সমাজের সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য সবাইকে আহবান জানান।