নাদিম আহমেদ অনিক,নওগাঁঃ
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে চলতি মাসের ৪ তারিখ (বুধবার) ডাকাতির প্রস্তুতিকালে, ৭ জনকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করে আদমদিঘী থানা পুলিশ। এবং পরবর্তীতে তাদের বিরুদ্ধে একটি মামলা রুজু করা হয়, যার মামলা নং জি-আর ৭৫/২৪।
উক্ত মামলায় তদন্তকালে গত শুত্রবার (১২ এপ্রিল) আরো তিনজনকে গ্রেফতার করেছে আদমদিঘী থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, আদমদীঘির ছাতিয়ানগ্রাম ইউনিয়নের অন্তাহার গ্রামের নৃর ইসলামের ছেলে আনিছুর রহমান (২৪)। একই গ্রামের মো: জলিল মন্ডল এর ছেলে মো: তামিম(২৪)। ছাতিয়ানগ্রাম ইউপির চৌধুরী পাড়ার বাসিন্দা দবির সরদার এর ছেলে রাজু সরদার (৩৭)।
অভিযান পরিচালনাকারী পুলিশ সদস্য এস আই তরিকুল ইসলাম প্রতিবেদককে মুঠোফোনে জানান, এ মামলার তদন্তকারী অফিসার বকুলের নেতৃত্বে আমরা এ অভিযান পরিচালনা করি, ছাতিয়ান গ্রামে ডাকাতি মামলার তিনজন আসামি অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে গভীর রাতে অভিযান পরিচালনা করে আসামীদের গ্রেফতার করা হয়েছে।
এ বিষয়ে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী বলেন, ৭ জনের পরে আরো তিনজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামীদরকে গ্রেফতার করার জন্য পুলিশ তৎপর রয়েছে।#