গোলজার রহমান ধামইরহাট প্রতিনিধি
নওগাঁর ধামইরহাটে উপজেলা প্রশাসনের আয়োজনে ১লা বৈশাখ শুভ বাংলা নববর্ষ-১৪৩১ উদযাপন উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
রোববার (১৪ এপ্রিল) সকাল সাড়ে নয়টার সময় উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুনের সভাপতিত্বে উপজেলা পরিষদ চত্বর থেকে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এক মঙ্গল শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বাংলা নববর্ষ ও বঙ্গবন্ধুর উপর কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শহীদুজ্জামান সরকার।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আজাহার আলী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শহীদুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ. ফরহাদ হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মো. মনসুর আলী, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার বেদারুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার এটিএম ফসিউল আলম, উপজেলা শিক্ষা অফিসার মো. রবিউল ইসলাম, উপজেলা নির্বাচন অফিসার আনিছার রহমান, উপজেলা মহিলা বিষয়ক অফিসার মিজানুর রহমান, উপজেলা একাডেমীক সুপারভাইজার কাজল কুমার সরকার প্রমুখ।