মাসুদ রানা,পত্নীতলা প্রতিনিধিঃ
নওগাঁর পত্নীতলায় বর্নাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩১ বর্ষবরণ করা হয়েছে ।
রবিবার (০১ লা বৈশাখ) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় সঙ্গীত পরিবেশন করে বৈশাখী মঙ্গল শোভাযাত্রা উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে বের হয়ে পৌর শহরের প্রধান-প্রধান সড়ক প্রদিক্ষণ শেষে উপজেলা প্রাঙ্গনে এসে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এসো হে বৈশাখ এসো এসো — গান পরিবেশন ও মনোজ্ঞ সাংস্কৃকিত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা নির্বাহী অফিসার ইউএনও পপি খাতুন , উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল গাফ্ফার, ওসি মোজাফফর হোসেন, শিক্ষা অফিসার এটিএম জিল্লুর রহমান, ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ রাহাদ,মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও নজিপুর সরকারি কলেজ, দি হাঙ্গার প্রজেক্ট, ইম্প্রেস ফাউন্ডেশনসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পৃথক পৃথক আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩১ কে বরণ করে নেয়।