গোলজার রহমান ধামইরহাট প্রতিনিধিঃ
নওগাঁর ধামইরহাটে পর্নোগ্রাফি ভিডিও সংরক্ষণ ও সরবরাহকারী মো. মাসুদ রানা (২৮), মো. আতোয়ার হোসেন (৩৮) ও মো. নুরুজ্জামান (৩০) নামের তিন যুবককে গ্রেফতার করেছে র্যাব।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার আওয়ালদিঘী এলাকার রায়হান কবীরের ছেলে মো. মাসুদ রানা, একই এলাকার মৃত তমিজ উদ্দিনের ছেলে মো. আতোয়ার হোসেন এবং উত্তর কাশিপুর এলাকার নুর ইসলামের ছেলে মো. নুরুজ্জামান। তারা সকলেই এ কাজের সঙ্গে জড়িত।
রোববার (২১ এপ্রিল) দুপুর একটার সময় জয়পুরহাট র্যাব-৫ এর পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
র্যাব জানায়, ওই যুবকরা নিজস্ব কম্পিউটারের হার্ডডিস্কে অশ্লিল সিনেমা ও গানের ভিডিও ক্লিপ আপলোড ব্যবসার পাশাপাশি পর্নোগ্রাফি সংরক্ষণ করে টাকার বিনিময়ে বিভিন্ন ইলেকট্রিক ডিভাইসের মাধ্যমে স্থানীয় কিশোর ও স্কুল পডুয়া ছাত্রদের কাছে পর্নোগ্রাফি ভিডিও সরবরাহ করত।
র্যাব আরও জানায়, অশ্লিল সিনেমা ও গানের ভিডিও ক্লিপ আপলোড ব্যবসার পাশাপাশি পর্নোগ্রাফি সরবরাহের বিষয়টি গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা দল তদন্ত শুরু করে। এবং তদন্তে এর সত্যতা পেলে গতকাল রোববার দুপুর সাড়ে ১১ টায় আগ্রাদ্বীগুন বাজারে অভিযান পরিচালনা করে তাদেরকে নিজ দোকান থেকে গ্রেফতার করা হয়।
পরবর্তীতে ওই যুবকদের যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে ধামইরহাট থানায় হস্তান্তর করা হয়েছে।
ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) বাহাউদ্দীন ফারুকী বিপিএম পিপিএম জানান, মামলা দায়েরের মাধ্যমে ওই যুবকদের জেলা কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।