1. admin@dailynaogaonnews.com : admin :
শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৭:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁয় নেসকোর প্রিপেইড কার্ড মিটারে ভোগান্তী; চালু না করার দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত আন্তর্জাতিক আরবী ভাষা দিবসে আমাদের প্রত্যাশা ধামইরহাটে দুস্থ ও এতিম দের মাঝে দুম্বার মাংস বিতরণ করলেন উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান সাপাহারে বিএনপি নেতা মাহমুদুস সালেহীনের ব্যক্তিগত উদ্যোগে শীতবস্ত্র বিতরণ আঠারো ডিসেম্বর নওগাঁয় হানাদার মুক্ত দিবস পালিত থ্রি স্টার ক্লাবের আয়োজনে নওগাঁর চকচাঁপাই কলেজ মাঠে ফুটবল খেলা অনুষ্ঠিত ধামইরহাটে উদ্যোক্তা তৈরিতে ব্যাপক সাড়া ফেলেছে সামাজিক সংগঠন “মানবসেবা “ একুশে পরিষদ নওগাঁ’র আয়োজনে বেগম রোকেয়ার জন্ম ও মৃত্যুবার্ষিকী পালিত নওগাঁর ধামইরহাটে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ বায়োজিদসহ সকল শহীদ ও আহতদের স্মরণে স্মরণসভা নওগাঁয় রোভার স্কাউটের তাঁবুবাস ক্যাম্পের উদ্বোধন

মহাদেবপুর সড়ক দুর্ঘটনায় নিহত উপজেলা চেয়ারম্যানের জানাযায় মানুষের ঢল, চিরনিদ্রায় শায়িত

  • প্রকাশিত : সোমবার, ২২ এপ্রিল, ২০২৪
  • ২৮৯ বার পঠিত

নওগাঁ নিউজ ডেস্কঃ
নওগাঁর মহাদেবপুরে সড়ক দুর্ঘটনায় আহত উপজেলা চেয়ারম্যান আহসান হাবীব ভোদন রাজশাহী মেডিক্যালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। গত ২০ এপ্রিল শনিবার রাত সারে ৯ টার দিকে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। পরিক্ষিত এ আওয়ামী লীগ নেতার অকাল মৃত্যুর খবর পেয়ে তার দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী এবং শুভাকাঙ্খীরা কান্নায় ভেঙে পড়েন। গতকাল ২১ এপ্রিল রবিবার বিকেল ৪ টায় স্থানীয় ডাক বাংলা মাঠে তার জানাযায় অংশ নেন, জেলা আওয়ামী লীগ সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা সাবেক এমপি আব্দুল মালেক, উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও সাবেক সাংসদ আলহাজ্ব মোঃ ছলিম উদ্দিন তরফদার, উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান সোহাগ, থানার অফিসার ইনচার্জ রুহুল আমিন এবং আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সকল শ্রেণী পেশার হাজার হাজার মানুষ। ২০১৮ সালে প্রথম বার উপজেলা পরিষদ নির্বাচনে নির্বাচিত চেয়ারম্যান এবং ২০০৪ সাল থেকে টানা তৃতীয় মেয়াদে তিনি উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের দ্বায়িত্ব পালন করে আসছিলেন। গত ১২ মার্চ রাত সাড়ে ১০ টার দিকে নওগাঁ-মহাদেবপুর আঞ্চলিক মহাসড়কের তেরো মাইল নামক স্থানে তাকে বহনকারী জিপ গাড়িকে বালুবহনকারী একটি ড্রাম্প ট্রাক চাপা দেয়। এতে উপজেলা চেয়ারম্যান আহসান হাবীব ভোদন গুরতর আহত হওয়াসহ তার জিপ গাড়িটি দুমড়ে মুচড়ে যায়। এসময় তাকে দ্রুত রাজশাহী মেডিক্যালের আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি টানা ৩৮ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে হেরে যান। তিনি উপজেলা আওয়ামী লীগের স্বর্বস্তরের নেতাকর্মীসহ সকল শ্রেণী পেশার মানুষের কাছে আস্থা এবং ভালোবাসার মানুষ হিসেবে বটবৃক্ষের মতো ছিলেন। তার অকাল মৃত্যুতে উপজেলা আওয়ামী লীগ নেতাকর্মীসহ স্বর্বস্তরের মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। গতকাল রবিবার হাজার হাজার মানুষের উপস্থিতিতে ডাক বাংলা মাঠে প্রথম জানাযা এবং দ্বিতীয় জানাযা তার গ্রামের বাড়ি ডাঙাপাড়ায় অনুষ্ঠিত হয়। এ জানাযায় অংশ নেন নওগাঁ-৩ মহাদেবপুর-বদলগাছী আসনের সংসদ সদস্য সৌরেন্দ্র নাথ চক্রবর্ত্তী সৌরেন। দ্বিতীয় জানাযা শেষে তার মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। ১৯৭৩ সালে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে আততায়ীর গুলিতে নিহত বীর মুক্তিযোদ্ধা নাছের আলীর প্রথম পুত্র ছিলেন আহসান হাবীব ভোদন। এর আগে জেলা আওয়ামী লীগ, বাংলাদেশ সরকারের খাদ্যমন্ত্রীর, উপজেলা নির্বাহী অফিসার এবং উপজেলা আওয়ামী লীগসহ অঙ্গ এবং সহযোগী সংগঠনের পক্ষ থেকে আওয়ামী লীগ আসহান হাবীব ভোদনের মরদেহে ফুলের মালা দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 Daily Naogaonnews
Theme Customized By Shakil IT Park