নওগাঁ নিউজ ডেস্কঃ
বৃষ্টিহীন বৈশাখের খরতাপে পুড়ছে সারা দেশ। নওগাঁয় তীব্র তাপপ্রবাহে জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। শ্রমজীবী ও খেটে খাওয়া মানুষের প্রতিদিনের কাজকর্মে ক্লান্তি আর পানিশূন্যতা দূর করতে রাস্তায় তৎপর নওগাঁ পরিবেশ উন্নয়ন সংস্থা, নওগাঁ’র কর্মীরা। মঙ্গলবার (৩০ এপ্রিল) শহরের মুক্তির মোড় পৌরসভা গেট সংলগ্ন সংগঠনটির পরিচালক সাংবাদিক মাহমুদুন নবী বেলালের নেতৃত্বে প্রায় সাড়ে ৩ হাজার মানুষের মাঝে বিনা পয়সায় শরবত বিতরণ করা হয়েছে।
সকাল ১১ টায় কার্যক্রমের উদ্বোধন করেন নওগাঁ সদর উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) মো: শওকত মেহেদী হাসান।
এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক সাদেকুল ইসলাম সাংবাদিক এ মআর রকি,সাংবাদিক কাজী সাধীন, সাংবাদিক ফজলে মাহমুদ চাঁদ,আপেল চৌধুরী, সাংবাদিক সবুজ হোসেন, মিলন চন্দ্র দেবনাথ,প্রমুখ।