কাজী স্বাধীন,নওগাঁঃ
গত ২২ মার্চ শুক্রবার সকাল সাড়ে ১০টায় ফুফুর বাড়িতে যাওয়ার কথা বলে,ফিরে আর আসেনি মেয়েটি, ৭ম শ্রেণির শিক্ষার্থী সে। অপেক্ষায় থাকতেন মা-বাবাসহ পরিবারের সবাই। কিন্তু গত ২২ মার্চ সেই সময় পেরিয়ে গেলেও বাড়িতে ফিরে না আসায় দুশ্চিন্তায় পড়ে যান পরিবারের সদস্যরা। বিভিন্ন স্থানে মেয়েকে খোঁজাখুজিও চলছে।
গত ২২ মার্চ শুক্রবার সন্ধ্যা পর্যন্ত মেয়ের খোঁজ না পেয়ে কান্নায় বুক চাপড়াচ্ছিলেন মেয়েটার বাবা ও তার পরিবারের লোকজন । এ ব্যাপারে তার দাদা বাদী হয়ে থানায় অপহরণ মামলা করেছেন। গ্রেপ্তারও করা হয়েছে একজনকে। তবে অপহরণের ৪৫ দিনে পুলিশ মেয়েটাকে উদ্ধার করতে পারেনি।
নওগাঁর মান্দা গোপালপুর বাজার থেকে এই অপহরণের ঘটনা ঘটে।
অপহৃত ছাত্রীর পরিবার ও এলাকাবাসীর সুত্রে জানা যায়, উপজেলার পরানপুর গ্রামের আব্দুর রাজ্জাক এর মেয়ে গোপালপুর উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির শিক্ষার্থীকে অপহরণ করা হয়। সে তার ফুফুর বাড়িতে বেড়ানোর উদ্দেশ্যে (২২শে মার্চ) শুক্রবার সকাল সাড়ে দশটায় বাড়ি থেকে বাহির হয় তারপর সে বাড়িতে ফিরে আসেনি।
এ ব্যাপারে অপহৃতার দাদা বাদী হয়ে মান্দা থানায় নলঘর গ্রামের আব্দুল মসজিদ এর ছেলে নিরব ও অজ্ঞাত কয়েকজনকে আসামি করে মামলা করলে পুলিশ নিরব কে গ্রেপ্তার করে।
মামলার তদন্ত কর্মকর্তা মো.মমিন জানান, অপহৃতার সন্ধান এখনও মেলেনি। এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা মেয়েটি উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছি।