গোলজার রহমান ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর ধামইরহাটে জয়পুরহাট জাকস ফাউন্ডেশনের আয়োজনে জলবায়ু পরিবর্তন বিষয়ে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সক্ষমতা বৃদ্ধি ও কৃত্রিম উপায়ে ভূগর্ভস্থ পানির স্তর পুনঃভরণ, পুকুর ও খাল পুনঃখনন এবং খরা সহিঞ্চু ফসলের চাষ সম্প্রসারণ বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ মে) দুপুর বারোটারসময় উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলায় নির্বাহী অফিসার আসমা খাতুনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তারা জানান, জলবায়ু পরিবর্তনের প্রভাবে সবচেয়ে ঝাঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম। এ কারণে এক্সটেন্ডেড কমিউনিটি ক্লাইমেট চেঞ্জেস প্রজেক্ট-দ্রত (এসিসিসিপি-দ্রত) প্রজেক্টের আওতায় এবং গ্রীন ক্লাইমেট ফান্ড (জিসিএফ) এবং পল্লী কর্ম উন্নয়ন সংস্থার (পিকেএমএফ) অর্থায়নে উপজেলার আগ্রাদিগুণ, খেলনা আলমপুর ও আড়ানগর ইউনিয়নের বিস্তীর্ণ এলাকায় চারটি পুকুর, তিনটি খাল খনন এবং বিল্ডিংয়ের ছাদে পানি সংরক্ষণাগার তৈরিসহ করা হবে।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আজাহার আলী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জেসমিন আক্তার, উপজেলা কৃষি অফিসার তৌফিক আল জুবায়ের, উপজেলা শিক্ষা অফিসার রবিউল ইসলাম, জয়পুরহাট শাখা জাকস ফাউন্ডেশনের উপনির্বাহী পরিচালক আবুল বাশার, উপ-পরিচালক ও প্রকল্পের ফোকাল পারসন ওবায়দুল ইসলাম, উপব্যবস্থাপক পিকেএসএফ আব্দুল্লাহ মেহাইমিন, উপ-পরিচালক (অপারেশন) রফিকুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন অফিসার কামরুজ্জামান সরদার, উপজেলা মহিলা বিষয়ক অফিসার মিজানুর রহমান, জাকসের নির্মাণ প্রকৌশলী অনিক মাহমুদসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান।