গোলজার রহমান ধামইরহাট প্রতিনিধিঃ
নওগাঁর ধামইরহাটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে একদিন ব্যাপী জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১ জুন) সকাল আটটার সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ বেদারুল ইসলাম এর উদ্বোধন করেন। উপজেলায় ১৯২ টি কেন্দ্রসহ মোট ১৯৩ কেন্দ্রে ক্যাম্পেইনের মাধ্যমে ২০ হাজার ৬২৫ শিশুকে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। সকাল আটটায় শুরু হওয়া এই ক্যাম্পেইন শেষ হবে বিকেল চারটায়।
এদের মধ্যে ৬ থেকে ১২ মাস বয়সী ২২৬৩ জন শিশুকে ১টি করে নীল রঙের ভিটামিন-এ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ১৮ হাজার ৩৬২ জন শিশুকে ১টি করে লাল রঙের ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে।
এসময় প্রতিটি কেন্দ্রে ২ জন করে মোট ৩শ ৮৬ জন স্বেচ্ছাসেবী দ্বায়িত্ব পালন করবেন। এবং এদের মনিটরিং করবেন ২৪ জন সুপারভাইজার।