মিলন চন্দ্র দেবনাথ,নওগাঁঃ
অনেক চড়ায় উতরাই পেরিয়ে অত্যন্ত সফলতার সাথে নওগাঁ প্রবাহ প্রি ক্যাডেট নার্সারি ৩৫ বছর সময় পার করেছে। নওগাঁ প্রবাহ সংসদের প্রতিষ্ঠাকালীন সদস্য বর্তমান উপদেষ্টা মন্ডলীদের সমন্বয়ে গঠিত বিদ্যালয় ম্যানেজিং কমিটির অক্লান্ত পরিশ্রমের ফলে বিদ্যালয়ের মানদন্ড দিন দিন বৃদ্ধি পেয়েছে। তাদের দিকনির্দেশনায় বিদ্যালয়টির প্রাতিষ্ঠানিক নাম ‘ নওগাঁ প্রবাহ প্রি ক্যাডেট এ্যান্ড গার্লস হাই স্কুল ‘ রূপ পেয়েছে। বর্তমানে এই শিক্ষা প্রতিষ্ঠানে প্লে শ্রেণি হইতে পঞ্চম শ্রেণি পর্যন্ত ছাত্র -ছাত্রী পড়াশোনা করে এবং ষষ্ঠ শ্রেণি হইতে দশম শ্রেণি পর্যন্ত ছাত্রীরা পড়াশোনা করে । নওগাঁ জেলা শহরের দক্ষিণ অঞ্চলের মানুষ এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে সুশিক্ষা পেয়ে থাকে। এই বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাগণ অত্যন্ত পরিশ্রমী। নওগাঁ জেলা শহরের দক্ষিণ অংশ তথা হাট নওগাঁ (কালিতলা, পাটালির মোড়, পুরাতন কাঠহাটি, সাবান ফ্যাক্টরি), আনন্দনগর, নওগাঁ ঘোষপাড়া, নাপিত পাড়া, হঠাৎপাড়া, আরজি নওগাঁ, চকপ্রসাদ প্রভৃতি এলাকার অভিভাবক-অভিভাবিকাগণ নিশ্চিন্তে তাদের সন্তানদের এই স্কুলে আধুনিক শিক্ষায় শিক্ষিত করতে নিয়ে আসেন। বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাগণ সুন্দর ব্যবহারের মাধ্যমে শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করে তোলেন।
নওগাঁ প্রবাহ প্রি ক্যাডেট এ্যান্ড গার্লস হাই স্কুলের শিক্ষক-শিক্ষিকাগণের শিক্ষাদানের উত্তরোত্তর মান বৃদ্ধির লক্ষ্যে অত্র প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে। আগামী ৭ ই জুন ২০২৪ খ্রিস্টাব্দ তারিখের শুক্রবার সকাল ৮ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত এবং ৮ ই জুন ২০২৪ খ্রিস্টাব্দ তারিখের শনিবার সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হবে। শিক্ষক প্রশিক্ষণের এই কর্মশালায় অংশগ্রহণ করবে নওগাঁ আস্তানুর রহমান স্কুলের শিক্ষক শিক্ষিকাগণ। তারাও তাদের বিদ্যালয়ের শিক্ষাদানের উত্তরোত্তর মান বৃদ্ধি করতে চায়।
শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার সেই কর্মযজ্ঞে অংশগ্রহণের জন্য উক্ত দুইটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকাগণ অধীর আগ্রহে অপেক্ষা করছে। দুটি শিক্ষা প্রতিষ্ঠানের কয়েকজন শিক্ষকের সঙ্গে কথা বলে জানা যায়, তারা অত্যন্ত আনন্দের সাথে উৎসবমুখর পরিবেশে এই কর্মশালায় অংশগ্রহণ করতে প্রস্তুত। এই কর্মশালার মাধ্যমে শিক্ষাদানের ক্ষেত্রে শিক্ষক-শিক্ষিকাগণ শিখন ঘাটতি মেটাতে পারবে বলে তারা মনে করেন। তারা আরও মনে করেন, শিক্ষার কোন শেষ নেই, নিজে শিখবো অন্যকে শেখাবো। এই ধারণায় বাস্তব শিক্ষাদানের মাধ্যমে তারা সামনের দিকে এগিয়ে যাবে।