1. admin@dailynaogaonnews.com : admin :
বুধবার, ১৬ অক্টোবর ২০২৪, ০৬:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নওগাঁর বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে ডিম সহ অন্য সবজী নওগাঁয় নদীর জলে লাফ দিয়েও বাবাকে খুঁজে পেলনা ছেলে একুশে পরিষদ নওগাঁ-র অন্যতম সদস্য মীর মামুনুর রশিদ মিলন-এর ১১ তম মৃত্যুবার্ষিকী পালিত নওগাঁর ধামইরহাটে মন্ডপ পরিদর্শন করলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল  নওগাঁয় বিশ্ব ডিম দিবস পালিত ও আলোচনা সভা অনুষ্ঠিত ধামইরহাটে শারদীয় দুর্গাপূজা শুরু মানাপ নওগাঁ’র শারদীয় দুর্গোৎসবে’র শুভেচ্ছা উপহার বস্ত্র বিতরণ সাপাহার নবাগত ওসির সঙ্গে গণঅধিকার পরিষদ মতবিনিময় ধামইরহাটে ৫১তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত নওগাঁয় ফিল্মি স্টাইলে ডাকাতি, বেড়েছে চুরি

কাজী নজরুল ইসলাম পুরস্কার পেলেন চার গুণী ব্যক্তিত্ব

  • প্রকাশিত : শনিবার, ৮ জুন, ২০২৪
  • ১২৬ বার পঠিত

নওগাঁ নিউজ ডেস্কঃ
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম পুরস্কার পেলেন চার গুণী ব্যক্তিত্ব। ২০২১ সালে নজরুল গবেষণায় ড. কাজী মোজাম্মেল হোসেন, নজরুল সংগীতে শিল্পী ইয়াসমিন মুশতারী এবং ২০২২ সালে নজরুল গবেষণায় মো. ইদরিস আলী এবং নজরুল সংগীতে শিল্পী সালাউদ্দিন আহমেদকে নজরুল পুরস্কার দেওয়া হয়েছে। 

গত বৃহস্পতিবার জাতীয় জাদুঘরের বেগম সুফিয়া কামাল মিলনায়তনে বিকেলে এই পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কারের মধ্যে রয়েছে সনদ, স্মারক ও দুই লাখ টাকা। 

শিল্পী সালাউদ্দিন আহমেদ একই বছরে নজরুলের প্রধান দুটি পুরস্কার লাভ করেছেন। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রবর্তিত নজরুল পদকও পাচ্ছেন তিনি। 

আয়োজনে ‘আবশ্যিক নজরুল’ নামের বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। এই বইয়ে কবির নির্বাচিত রচনা সংকলন করা হয়েছে। নেতৃত্ব দিয়েছেন সৈয়দ মনজুরুল ইসলাম।

নজরুল ইনস্টিটিউট জানিয়েছে, এটি শিগগির ইংরেজি অনুবাদ করেছেন করেও প্রকাশ করা হবে। বইটি নিয়ে বিশেষ অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম বলেন, ‘দুই মলাটের ভেতর আবশ্যিক নজরুলকে নিয়ে এসেছি। আবশ্যিক এই কারণে যেটুকু জানলে নজরুল সম্পর্কে চমৎকার একটি ধারণা পাবেন। নজরুলের মতো প্রতিভাকে খণ্ডিতভাবে মাপার কোনো অবকাশ নেই। তাকে জানতে হলে তার সব লেখাই পড়তে হবে। তবে যেটুকু জানলে তাকে মোটামুটিভাবে আমাদের চেতনার ভেতর স্থান দেওয়া যাবে। তার প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি আরও দৃঢ় হবে, সেইটুকু আমরা সংকলনে নিয়ে এসেছি। বাংলা ভাষাভাষী মানুষেরা যেখানে আছে তাঁদের কাছে বইটি সমাদৃত হবে।’

বিশেষ অতিথি সংস্কৃতি সচিব খলিল আহমদ বলেন, ‘আমাকে মনজুর স্যার বললেন, তুমি আস। তোমার স্বপ্ন নজরুলের সকল সাহিত্য ইংরেজি করা। আসলেই আমার স্বপ্ন ছিল। আমাকে বলা হলো, তুমি যদি অনুমতি দাও তাহলে এই বইটা করা হবে। স্যার আমার মতো একজন কর্মকর্তার কাছে অনুমতি চেয়েছেন এতে আমি সবচেয়ে বেশি গর্ব বোধ করছি। এর ইংরেজি অনুবাদ হলে সারা বিশ্বে ছড়িয়ে দেব।’

বিশেষ অতিথি কবি নজরুল ইনস্টিটিউট ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান শিল্পী খায়রুল আনাম শাকিল বলেন, ‘আমরা নজরুলকে বিদেশে প্রচার নিয়ে কথা শুনি। যেন কাজী নজরুল ইসলামকে বিদেশে অনেকেই জানেন না। এ কথা কিছুটা সত্য। এ ক্ষেত্রে আমার কথা হলো ভালো অনুবাদ না হলে কিন্তু তাকে ভালোভাবে পৌঁছানো সম্ভব না। আবশ্যিক নজরুল বের হলো, এরপর ইংরেজি বের হবে। আশা করি বিভিন্ন ভাষায় আমরা নজরুলের সাহিত্য বিশ্বের কাছে তুলে ধরতে পারব।’ 

বিশেষ অতিথি কবির নাতনি খিলখিল কাজী বলেন, ‘নজরুল ইনস্টিটিউট অনেক দিন যাবৎ এই কাজ করে শিল্পীদের সম্মানিত করছেন। এটা আমাদের সকলের দায়িত্ব। যারা দেশের মানুষের কাছে নজরুলকে পৌঁছাচ্ছেন তাদের সম্মানিত করাও আমাদের দায়িত্ব আমি চাই যখন শিল্পী কর্মঠ থাকেন তখন এই পুরস্কার যেন দেওয়া হয়, এটা আমার কাম্য। কারণ কাজী নজরুল ইসলামকে যখন পদ্মভূষণ দেওয়া হয় তখন তিনি সুস্থ ছিলেন না। দাদুকে শুধু বাংলায় বেঁধে রাখলে হবে না। বিশ্বের সকল গুরুত্বপূর্ণ ভাষায় যেন তার রচনা অনুবাদ করা হয়।’

অনুষ্ঠানে স্বাগত ও সভাপতির বক্তব্য দেন কবি নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক এ এফ এম হায়াতুল্লাহ। অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন শিল্পীরা।

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 Daily Naogaonnews
Theme Customized By Shakil IT Park