গোলজার রহমান,ধামইরহাট প্রতিনিধিঃ
নওগাঁর ধামইরহাটে উপজেলা যুব ফোরামের আয়োজনে ও এপি ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় অর্ধ বার্ষিকী সাফল্য উদযাপন ও যুব সমাবেশ-২০২৪ উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানের প্রতিপাদ্য বিষয় ছিল ‘যুবদের কণ্ঠস্বর, রুখবে পরিবেশ বিপর্যয়।’
সনিবার (৮ জুন) দুপুর বারোটার সময় উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদারের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আজাহার আলী।
আলোচনা সভার শেষে চার ইউনিয়নের চারটি যুব ফোরাম টিমের বাল্যবিবাহ প্রতিরোধ, রক্তদান কর্মসূচি, বৃক্ষরোপণ ও সামাজিক সেবামূলক কাজের ছয় মাসের কার্যবিবরণী তুলে ধরা হয়। এর একপর্যায়ে যুব ফোরামের সদস্যদের নৃত্য পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) বাহাউদ্দীন ফারুকী বিপিএম পিপিএম, উপজেলা শাখা ওয়ার্ল্ড ভিশনের এরিয়া প্রোগ্রাম অফিসার মানুয়েল হাসদা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আনজুয়ারা বেগম, জুনিয়র প্রোগ্রাম অফিসার শারমিন আক্তার সুরভী, উপজেলা শাখা যুব ফোরামের সভাপতি জাহিদ ইকবাল, সম্পাদিকা বিথী রানী, সহ-সভাপতি মুরাদুজ্জামান, সহ-সম্পাদক তোহান হোসেন পল্লব প্রমুখ।