গোলজার রহমান ধামইরহাট প্রতিনিধিঃ
নওগাঁর ধামইরহাটে উপজেলা ভূমি অফিসের আয়োজনে স্মার্ট ভূমিসেবা সপ্তাহ-২০২৪ উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভার উদ্বোধন করা হয়েছে।
সনিবার (৮ জুন) সকাল দশটার সময় উপজেলা ভূমি অফিস চত্ত্বরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জেসমিন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আজাহার আলী ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসমা খাতুন।
শুভযাত্রা শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভায় ভূমি বিষয়ক নিয়ম কানুন পাঠ্যপুস্তকে লিপিবদ্ধ করা, উত্তরাধিকার সূত্রে মালিকানার ক্ষেত্রে করণীয়, জরিপে ভুল রেকর্ড হলে সমাধানের উপায়, ক্রয় সূত্রে মালিকানার ক্ষেত্রে করণীয়, রেকর্ডীয় মালিকানা যাচাই, স্মার্ট নাম জারি, স্মার্ট ভূমি উন্নয়ন কর পরিশোধসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক মো. শহীদুল ইসলাম, উপজেলা পরিবার ও পরিকল্পনা অফিসার ডাঃ. স্বপন কুমার বিশ্বাস, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ তৌফিক আল জুবায়ের, ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) বাহাউদ্দীন ফারুকী বিপিএম পিপিএম, উপজেলা যুব উন্নয়ন অফিসার কামরুজ্জামান সরদার, উপজেলা সমাজসেবা অফিসার ফসিউল আলম, মহিলা ভাইস চেয়ারম্যান আনজুয়ারা বেগম বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষার্থীসহ বিভিন্ন দপ্তর প্রধান।