মিলন চন্দ্র দেবনাথ,নওগাঁঃ
প্রতি বছরের ন্যায় এবারেও অদ্যই ১৪ জুন ২০২৪, রোজ শুক্রবার, বিকাল ৪ ঘটিকায়,
বাংলাদেশ মানবাধিকার নাট্য পরিষদ (মানাপ) নওগাঁ জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক- উত্তম সরকারের নেতৃত্বে ও সাধারণ সম্পাদক- আব্দুল হাই সিদ্দিকী সিটুর পরিচালনায়- মানাপ কার্যালয়ে- মাসিক সমন্বয় সভা এবং শতাধিক শিল্পী পরিবারের মাঝে ঈদুল আযহা উপলক্ষ্যে শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- মানাপ নওগাঁ’র সম্মানিত উপদেষ্টা, মানবতাবাদী চন্দন কুমার দেব ও ইঞ্জিনিয়ার গুরুদাস দত্ত বাবলু । মানাপ জেলা শাখার- সহ-সভাপতি- রাবেয়া খাতুন বেলি, সহ-সাধারণ সম্পাদক- নুরে আলম,সদস্য- ফরিদ আলম, অভিজিৎ দাস, রায়হান উদ্দিন, মারুফ হোসেন, রাজকুমার, জয় সাহা, বিজয় সাহা, পারভেজ, রুহুল আমিন, নীরব, সিফাত সহ শৈলগাছী ইউনিয়ন, শিকারপুর ইউনিয়ন, হাপানিয়া ইউনিয়ন ও পৌরসভার সকল নেতৃবৃন্দ প্রমুখ।
সভাপতি বলেন মানাপ নওগাঁ জেলা শাখা- মানবতার সেবায় মানুষের পাশে ২০০৪ সাল থেকে ধারাবাহিকভাবে কাজ করছে এবং আগামীতেও মানবতার সেবায়, মানুষের পাশে থাকার প্রত্যাশা জ্ঞাপন করেন। সমাজের বিত্তবানদের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর এবং সহযোগিতার জন্য আহ্বান জানান।