মিলন চন্দ্র দেবনাথ,নওগাঁঃ
নওগাঁয় কবি বন্দে আলী মিয়ার ৪৫ তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। নওগাঁ জেলা শহরের স্থানীয় সামাজিক সাংস্কৃতিক সংগঠন একুশে পরিষদ নওগাঁ বৃহস্পতিবার (২৭ শে জুন ২০২৪ খ্রিস্টাব্দ তারিখ) অনুষ্ঠানটির আয়োজন করে। প্রতি বছরের ন্যায় ধারাবাহিকভাবে একুশে পরিষদ নওগাঁ কবি বন্দে আলী মিয়াকে এবারও স্মরণ করেছে।
একুশে পরিষদ নওগাঁর সহ-সভাপতি রফিকুল ইসলাম রফিকের সভাপতিত্বে সন্ধ্যা ৭ টায় অনুষ্ঠানটির আনুষ্ঠানিকতা শুরু হয়। সংগঠনটির সহ-সাধারণ সম্পাদক শাকিরুল ইসলাম রাসেলের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতেই এক মিনিট দাঁড়িয়ে নীরবতার মাধ্যমে কবিকে গভীর শ্রদ্ধার সহিত স্মরণ করা হয়।
এরপর কবি বন্দে আলী মিয়ার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। সঞ্চালক শাকিরুল ইসলাম রাসেল কবি বন্দে আলী মিয়ার অপূর্ব সৃষ্টি ‘আমাদের গ্রাম’-কবিতাটি পাঠের মাধ্যমে কবির সৃষ্টিকর্ম নিয়ে আলোচনা করেন। আলোচনায় আরো অংশগ্রহণ করেন একুশে পরিষদ নওগাঁর সভাপতি এ্যাডভোকেট ডি.এম আব্দুল বারী, সাধারণ সম্পাদক মোস্তফা-আল-মেহমুদ রাসেল, উপদেষ্টা পরিষদের সদস্য অধ্যাপক কবি আতাউল হক সিদ্দিকী, উপদেষ্টা পরিষদের সদস্য অ্যাডভোকেট মুকুল চন্দ্র কবিরাজ, সহ-সভাপতি রফিকুল ইসলাম রফিক, উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য বিন আলী পিন্টু, সহ-সভাপতি প্রতাপ চন্দ্র সরকার, কার্যনির্বাহী সদস্য সুবল চন্দ্র মন্ডল, তথ্য,প্রযুক্তি ও গবেষণা সম্পাদক আজিজুর রহমান স্বপন, সহ-প্রচার সম্পাদক মোঃ আব্দুল মান্নানসহ প্রমুখ ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত ক্যামেরায় ছিলেন অনলাইন নিউজ পোর্টাল নওগাঁ নিউজ ডটকম এর নওগাঁ সদর প্রতিনিধি সাংবাদিক মিলন চন্দ্র দেবনাথ (একুশে পরিষদ নওগাঁর সদস্য এবং জাতীয় দৈনিক আলোকিত প্রতিদিন ও জাতীয় দৈনিক নাগরিক ভাবনা পত্রিকার নওগাঁ জেলা প্রতিনিধি)।
আলোচনার এক পর্যায়ে অধ্যাপক কবি আতাউল সিদ্দিকী কবি বন্দে আলী মিয়ার অতীত ইতিহাস পর্যালোচনা করেন। গুণী এই কবি বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এবং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সান্নিধ্য লাভ করেছিলেন বলেও তিনি উল্লেখ করেন। দীর্ঘ আলোচনার পর রাত ৮ টা ৪৫ মিনিটে অনুষ্ঠানটির আনুষ্ঠানিকতার সমাপ্তি ঘটে।