গোলজার রহমান,ধামইরহাট প্রতিনিধিঃ
নওগাঁর ধামইরহাটে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনুর্ধ ১৭) উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুলাই) বিকেল চারটার সময় উপজেলা শেখ রাসেল মিনি স্টেডিয়ামে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসমা খাতুনের সভাপতিত্বে খেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আজাহার আলী।
জানা গেছে, উপজেলাকে মাদকমুক্ত ও মোবাইল ফোনের আসক্তি থেকে যুব সমাজকে মুক্ত করতে নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে ইসবপুর ইউনিয়ন ফুটবল একাদশ বনাম উমার ইউনিয়ন ফুটবল একাদশ ফুটবল খেলার উদ্বোধন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জেসমিন আক্তার, উমার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওবায়দুল হক সরকার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাজেদুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন অফিসার কামরুজ্জামান সরদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল্লাহ আল মামুন, ইসবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজুল আলম লাকী, উপজেলা একাডেমীক সুপারভাইজার কাজল কুমার সরকার, আগ্রাদ্বীগুন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইসমাইল হোসেন মোস্তাক প্রমুখ।