গোলজার রহমান,ধামইরহাট প্রতিনিধিঃ
নওগাঁর ধামইরহাটে উপজেলা প্রশাসনের আয়োজনে সন্ত্রাস ও নাশকতা বিষয়ক আলোচনা সভা করা হয়েছে। বুধবার (৩১ জুলাই) দুপুর বারোটার সময় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় জনপ্রতিনিধি, সরকারি বা বেসরকারি যেকোনো পর্যায়ে কর্মকর্তা ও কর্মচারীসহ সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারকারীদের আইনের আওতায় আনা, গ্রাম পুলিশদের নিয়ে জনপ্রতিনিধিদের গণসংযোগ বৃদ্ধি করা, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের বিষয়ে শিক্ষকদের সরকারি নির্দেশনা মেনে চলা, সোশ্যাল মিডিয়ায় রেমিট্যান্স বিষয়ক বিভ্রান্তমুলক অপপ্রচার রোধসহ শিক্ষার্থীরা ঘরের বাহিরে না গিয়ে, পড়াশোনায় মনোযোগী হয়ে ওঠে এ কারণে অভিভাবকদের সহযোগিতা কামনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আজাহার আলী, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জেসমিন আক্তার, ধামইরহাট থানার ওসি বাহাউদ্দীন ফারুকী বিপিএম, পিপিএম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাজেদুল ইসলাম, আনজুয়ারা বেগম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মনসুর আলী, উপজেলা মহিলা বিষয়ক অফিসার মিজানুর রহমান, উপজেলা একাডেমিক সুপারভাইজার কাজল কুমার সরকার, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ উপজেলার বিভিন্ন দপ্তর প্রধান।