নওগাঁ নিউজ ডেস্কঃ
নওগাঁ জেলা বিএনপির সাবেক সভাপতি ও নওগাঁ পৌরসভার মেয়র নজমুল হক সনি সহ বিএনপি-জামায়াতের প্রায় দেড়শত নেতাকর্মী কারামুক্ত হয়েছেন।
মঙ্গলবার (৬ আগস্ট) দুপুর আড়াইটা থেকে একে একে কারাগার থেকে বেরিয়ে আসেন নেতাকর্মীরা। এসময় কারাগারের বাইরে কয়েক হাজার নেতাকর্মীরা তাদের ফুলের মালা দিয়ে বরণ করে নেন।
এসময় নওগাঁ জেলা বিএনপির সাবেক সভাপতি নজমুল হক সনি জানান, দীর্ঘদিন অত্যাচারিত থাকার পর আজ দেশের মানুষ মুক্ত। দেশের সর্বস্তরের মানুষ প্রাণ ফিরে পেয়েছে। খুব দ্রুতই দেশে গণতন্ত্র ফিরে আসবে। এসময় নেতাকর্মীদের উদ্দেশ্যে করে বলেন, যারা এতদিন স্বৈরশাসক আওয়ামী লীগ সরকারের দ্বারা নির্যাতিত হয়েছে এই বিজয় মুহূর্তে শান্ত থাকা প্রয়োজন।
পরে নেতাকর্মীদের নিয়ে মটর সাইকেল বহর নিয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেডির মোড়ে দলীয় কার্যালয় গিয়ে অবস্থান নেয় নেতাকর্মীরা ।