1. admin@dailynaogaonnews.com : admin :
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৩:০৫ অপরাহ্ন
শিরোনাম :
নবাগত পুলিশ সুপার মহোদয়ের জেলায় আগমন এবং মাসিক কল্যাণ সভায় অংশগ্রহণ নওগাঁয় নেসকোর প্রিপেইড কার্ড মিটারে ভোগান্তী; চালু না করার দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত আন্তর্জাতিক আরবী ভাষা দিবসে আমাদের প্রত্যাশা ধামইরহাটে দুস্থ ও এতিম দের মাঝে দুম্বার মাংস বিতরণ করলেন উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান সাপাহারে বিএনপি নেতা মাহমুদুস সালেহীনের ব্যক্তিগত উদ্যোগে শীতবস্ত্র বিতরণ আঠারো ডিসেম্বর নওগাঁয় হানাদার মুক্ত দিবস পালিত থ্রি স্টার ক্লাবের আয়োজনে নওগাঁর চকচাঁপাই কলেজ মাঠে ফুটবল খেলা অনুষ্ঠিত ধামইরহাটে উদ্যোক্তা তৈরিতে ব্যাপক সাড়া ফেলেছে সামাজিক সংগঠন “মানবসেবা “ একুশে পরিষদ নওগাঁ’র আয়োজনে বেগম রোকেয়ার জন্ম ও মৃত্যুবার্ষিকী পালিত নওগাঁর ধামইরহাটে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ বায়োজিদসহ সকল শহীদ ও আহতদের স্মরণে স্মরণসভা

ধামইরহাটে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় এলাকা ছাড়া আওয়ামী লীগ

  • প্রকাশিত : সোমবার, ১২ আগস্ট, ২০২৪
  • ৮৪ বার পঠিত

গোলজার রহমান,ধামইরহাট প্রতিনিধিঃ

নওগাঁর ধামইরহাটে লুটপাট অগ্নিসংযোগ ও ঘর বাড়ি ভাঙচুরের আতঙ্কে নির্ঘুম রাত কাটছে আওয়ামী লীগসহ এর অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের। এ কারণে তারা ঘরবাড়ি ভিটেমাটি ছাড়া হয়েছে। সোমবার (১২ আগস্ট) দুপুর বারোটার সময় মুঠোফোনে আক্ষেপ করে কথাগুলো বলছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলদার হোসেন।

দেলদার হোসেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের পর ভাঙচুর ও লুটপাটসহ দুর্বৃত্তের দেওয়া আগুনে ভস্মীভূত করা হয়েছে উপজেলা আওয়ামিলীগের দলীয় কার্যালয়, বাদ যায়নি আওয়ামী অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান।

তিনি আরও বলেন, ‘বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করেছে দেশের ছাত্ররা। তারা সফলতাও পেয়েছে। এ কারণে গত ৫ তারিখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেন। এরপর দুষ্কৃতকারীরা সারাদেশে শুরু করে জ্বালাও পোড়াও এবং লুটপাটের রাজত্ব।’

উপজেলা আওয়ামিলী যুবলীগের সহ-সভাপতি আব্দুল হাই দুলাল বলেন, ‘যারা মুজিব আদর্শে একাত্বরের আওয়ামী লীগ করেছেন তারা কখনোই নির্যাতিত হননি বরং যারা স্বজন প্রীতি, দল বাজি ও পদবী বিক্রি করে খেয়েছেন এবং এমপি লীগ করেছেন, সাধারণ মানুষ তাদের উপর ক্ষেপেছেন।’

প্রত্যক্ষদর্শীরা জানান, ‘গত সোমবার বিকেলে দুষ্কৃতকারীরা সঙ্ঘবদ্ধ হয়ে লুটপাটসহ আগুন দিয়ে জ্বালিয়ে দেয় উপজেলা আওয়ামিলীগের দলীয় কার্যালয় এবং ভাঙচুর ও লুটপাট করা হয় উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক ও যুগ্ম সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের বাসা বাড়ি এবং পৌরসভা।

এছাড়াও সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী শহীদুজ্জামান সরকারের চাতালের গোডাউন, পৌর মেয়র আমিনুল ইসলামের গোডাউনসহ বিভিন্ন নেতা কর্মীদের গোডাউন থেকে ধান, চল, সরিষার বস্তা ইচ্ছে মতো হরি লুট করে নিয়ে যায় দুষ্কৃতকারীরা।’

উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি জাবিদ হোসেন মৃদু বলেন, ‘দুষ্কৃতকারীরা বাড়ির ভেতরে ঢুকে সবকিছু তছনছ করে দিয়েছে। ঘরের ভেতরে থাকা টিভি, ফ্রিজ মোটরসাইকেলসহ আলমিরা থেকে সোনার অলংকার চুরি করে নিয়ে গেছে। এতে করে ৩০ লাখ টাকা ক্ষতি হয়েছে।’

তিনি আরও বলেন, ‘দুষ্কৃতকারীরা গোডাউনের তালা ভেঙ্গে ৩৭০ বস্তা জিরা ধান এবং ১৩০ বস্তা কাঠারি জাতের ধান লুটপাট করেছে।’ এতে করে এক কোটি পাঁচ লাখ টাকা ক্ষতিগ্রস্ত হয়েছে।

ধামইরহাট থানার অফিসার ইনচার্জ ওসি বাহাউদ্দীন ফারুকী বলেন, ‘ভাঙচুর ও অগ্নিসংযোগে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের কাছ থেকে কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করে ব্যবস্থা নেওয়া হবে।’

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 Daily Naogaonnews
Theme Customized By Shakil IT Park