গোলজার রহমান,ধামইরহাট প্রতিনিধিঃ
নওগাঁর ধামইরহাটে কর্ম বিরতি শেষে কাজে ফেরায় উপজলার সাধারণ মানুষের মাঝে স্বস্তি নেমে এসেছে। একারণে পুলিশ সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছে জগদ্দল আদিবাসী স্কুল ও কলেজের শিক্ষার্থীরা।
শুক্রবার (১৬ আগষ্ট) সকাল দশটায় থানায় উপস্থিত হয়ে কর্মরত পুলিশ সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান জগদল আদিবাসী স্কুল ও কলেজের অধ্যক্ষ, শিক্ষক ও শিক্ষার্থীরা।
এ সময় জগদল আদিবাসী স্কুল ও কলেজর অধ্যক্ষ ইলিয়াস আলম বলেন, ‘পুলিশ সদস্যরা কাজ শুরু করেছেন। এতে সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে। আমরা আমাদের পক্ষ থেকে তাদের ফুল দিয়ে বরণ করে নিয়েছি।’
ধামইরহাট থানা অফিসার ইনচার্জ বাহাউদ্দীন ফারুকী শিক্ষার্থীদের সাদুবাদ জানিয়ে বলেন, ‘তরুণরা হচ্ছে আগামী দিনের ভবিষ্যত। তাদের হাতেই তৈরি হবে দুর্নীতি মুক্ত বাংলাদেশ।’ এ কারণে তাদেরকে পড়াশুনার মধ্য দিয়ে বড় হওয়ার আহ্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন, জগদ্দল আদিবাসী স্কুল ও কলেজের সহকারী প্রধান শিক্ষক বকুল হোসেন, প্রভাষক নুরে আলম, সত্যনন্দ্রনাথ মাহাত, ইন্সট্রাক্টর ছাইদুল ইসলামসহ অন্যান্য শিক্ষার্থীরা।