মিলন চন্দ্র দেবনাথ,নওগাঁঃ
শিক্ষিকা মোরশেদার পদত্যাগ দাবিতে নওগাঁ জেলা শহরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান জনকল্যাণ মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ সাধারণ ছাত্র-ছাত্রীদের আন্দোলনে মুখরিত।
অত্র বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ২১শে আগস্ট ২০২৪ খ্রিস্টাব্দ তারিখ বুধবার দিন সকাল ১০ টা থেকে বিকাল ৩টা ৩০ মিনিট পর্যন্ত একটানা সাড়ে ছয় ঘন্টা অবস্থান কর্মসূচি পালন করে। তাদের মুখে মুখে স্লোগান ছিল এক দফা এক দাবি মোরশেদার পদত্যাগ। শিক্ষার্থীদের কাছ থেকে জানতে চাওয়া হলে তারা শিক্ষিকা মোরশেদার পদত্যাগ দাবিতে অনেক অভিযোগ উপস্থাপন করে।
শিক্ষার্থীদের অভিযোগ হলো-অত্র বিদ্যালয়ের শিক্ষিকা মোরশেদা ক্লাসে গিয়ে মোবাইল টেপাটেপি করে, তুই তুই বলে সম্বোধন করে, ছাত্র-ছাত্রীদের ধমক দিয়ে কথা বলে, ক্লাস ফাঁকি দেয়, ছাত্র- ছাত্রীদের সঙ্গে তার আচরণ অত্যন্ত খারাপ ও অমানবিক, সে ছাত্র-ছাত্রীদের অভিভাবক-অভিভাবিকাবৃন্দের সঙ্গে ও খারাপ আচরণ করে থাকে। চারিত্রিক দিক থেকেও এই শিক্ষিকা শিক্ষার্থীদের কাছে দুশ্চরিত্র বলে তাদের অভিযোগ। পরিস্থিতি তাদের কাছে এমন পর্যায়ে দাঁড়িয়েছে যে, এহেন এই শিক্ষিকার কাছ থেকে শিক্ষা গ্রহণ করা তাদের পক্ষে সম্ভব নয়। শিক্ষিকা মোরশেদার বাহ্যিক আচরণ শিক্ষার্থীদের কাছে মোটেই পছন্দ নয়। তাই তারা ক্ষোভে ফুঁসছে। ক্ষোভ থেকে তারা বিক্ষোভে অংশ নিয়েছে।
বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য অত্র বিদ্যালয় তথা নওগাঁ জনকল্যাণ মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব মোঃ মর্তুজা বশিরের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন এবং এই শিক্ষিকার যে নৈতিক স্থলন ঘটেছে সেটা তিনি প্রকাশ করেছেন।
অনৈতিক এই শিক্ষিকা অত্র শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের কাছে এক বিষফোঁড়া হয়ে দাঁড়িয়েছে। তাই শিক্ষার্থীরা অতি দ্রুত অনতিবিলম্বে শিক্ষিকা মোর্শেদার পদত্যাগ দাবি করেন। বিষয়টি নিয়ে ছাত্র-ছাত্রীরা অন্তর্বর্তীকালীন সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন।