নওগাঁ নিউজ ডেস্কঃ
সমাজতান্ত্রিক মহিলা ফোরাম নওগাঁ শাখার উদ্যোগে আজ শনিবার বেলা বারোটার সময় নওগাঁ কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ঘন্টা ব্যাপী এই কর্মসূচি সমাজতান্ত্রিক মহিলা ফোরামের উদ্যোগে পালিত হয় ।
নারী প্রতিরোধ দিবসের ডাক উপলক্ষে আয়োজিত মানববন্ধনে বক্তারা ইয়াসমিন হত্যার বিচারের জোরলো দাবী তুলে ধরেন এবং সকল নারীর প্রতি সহিংসতা বন্ধের উদাত্ত আহবান জানানো হয়। বর্তমান রাষ্ট্র নিতীকে দায়ী করে তারা আরও বলেন দীর্ঘসময় অতিবাহিত হলেও এইরকম শতশত ইয়াসমিন বা ধর্ষিতা নারীরা নায্য বিচার বঞ্চিত হচ্ছেন।
সমাজতান্ত্রিক মহিলা ফোরাম নওগাঁ শাখার আহ্বায়ক বিথী রানী সরকারের সভাপতিত্বে বক্তব্য উক্ত মানব বন্ধনে বক্তব্য রাখেন নওগাঁ জেলা বাসদের আহ্বায়ক জয়নাল আবেদীন মুকুল, মাওলানা ভাসানী পরিষদ,নওগঁর আহ্বায়ক জাহিদ রাব্বানী রশিদ, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সভাপতি কালীপদ সরকার,, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি মিজানুর রহমান,পত্নীতলা বাসদের আহবায়ক রফিউল টুডু, বিজ্ঞান আন্দোলন মঞ্চ, নওগাঁর সংগঠক নুসরাত জাহান জরি।
অনুষ্ঠানটি পরিচালনা করেন সমাজতান্ত্রিক মহিলা ফোরাম,নওগাঁর সংগঠক শাহানাজ বেগম শানু।