গোলজার রহমান ধামইরহাট প্রতিনিধি
নওগাঁর ধামইরহাটে ছাত্র ও যুবসমাজের আয়োজনে মানববন্ধন করা হয়েছে।বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুর বারোটার সময় উপজেলার ধামইরহাট ইউনিয়নের হরিতকিডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে আঞ্চলিক মহাসড়কের উপর স্থানীয় জন প্রতিনিধি আইন শৃঙ্খলা বাহিনী পুলিশ ও বিজিবিকে সঙ্গে নিয়ে মানব বন্ধনটি করে ছাত্র ও যুবকরা।
এসময় তরুণ ও যুব সমাজকে মাদক থেকে দূরে রেখে, সমাজ থেকে মাদক নির্মূল ও মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় এনে সুশৃংখল সমাজ গঠনের লক্ষ্যে শপথ গ্রহণ করা হয়। এ সময় কয়েকশ তরুণ, যুবক ও স্থানীয়রা মানববন্ধনে এসে মিলিত হয়ে মাদক নির্মূলে একাত্মতা ঘোষণা করা হয়।
কালুপাড়া বিওপির সুবেদার শরিফুল ইসলাম বলেন, ‘মাদকের বিরুদ্ধে বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) নীতি সব সময় জিরো টলারেন্স। জনপ্রতিনিধি, ছাত্র-জনতা ও স্থানীয় সুধীজনদের নিয়ে প্রতিটি গ্রামে কমিটি গঠন করে মাদক নির্মূলে সম্ভাব্য সবকিছু করা হবে।’
ধামইরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এটিএম বদিউল আলম বলেন, ‘আমাদের এই এলাকাটি সীমান্তবর্তী উপজেলা হওয়ায় এখানে মাদক ব্যবসার পাশাপাশি মাদক সেবীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। একারণে আইনশৃঙ্খলা বাহিনী পুলিশ ও বিজিবি যেভাবে কাজ করছে তাঁর গতিশীলতা বাড়িয়ে জনগণসহ অভিভাবকদের সচেতন করার মধ্য দিয়ে মাদক অনেকটাই নির্মূল করা সম্ভব।’
ধামইরহাট থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) হাবিবুর রহমান বলেন, ‘উপজেলা প্রশাসন, পুলিশ বিজিবি ও রেবকে সঙ্গে নিয়ে ভ্রাম্যমান আদালতের মধ্য দিয়ে এলাকার মাদক নির্মূল করা হবে। এ সময় মাদক নির্মূলে জনগণের সহযোগীতা কামনা করেন তিনি।’