মিলন চন্দ্র দেবনাথ, নওগাঁ।
বাংলাদেশের রাজশাহী বিভাগের নওগাঁ জেলা শহরের দক্ষিণে নওগাঁ পৌরসভার ৬ নং ওয়ার্ডের চকপ্রসাদ হাই স্কুল মাঠে ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী বনাম ছাত্রশিবির। ২০ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ শুক্রবার বিকাল সাড়ে চারটা থেকে সন্ধ্যা ৬ টা ১০ মিনিট পর্যন্ত বিরতিসহ একটানা ১০০ মিনিট এই খেলা অনুষ্ঠিত হয়। খেলায় ছাত্রশিবির দুই গোলে জয়লাভ করে। শুরুতেই খেলা উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ পৌরসভা শাখার আমির মোঃ শফিকুল ইসলাম। নওগাঁ সদর থানার অন্তর্গত নওগাঁ পৌরসভার চকপ্রসাদ গ্রামের ছাত্রশিবির সাংবাদিক ওসমান গুনির আয়োজনে ফুটবল খেলাটি অনুষ্ঠিত হয়। সূচনা বক্তব্যে আমির মোঃ শফিকুল ইসলাম বলেন, যুব সমাজকে অবক্ষয়ের হাত থেকে রক্ষার জন্য আমরা আজ ফুটবল খেলার আয়োজন করেছি। আর এমনিতেই ফুটবল একটি জনপ্রিয় খেলা। খেলার শুরুতেই দর্শক সারি কানায় কানায় পরিপূর্ণ হয়ে ওঠে। স্থানীয় জামায়াত এবং ছাত্রশিবির এই খেলায় অংশগ্রহণ করে। অত্যন্ত উৎসব মুখর পরিবেশে খেলার সমাপ্তি ঘটে।