নওগাঁ নিউজ ডেস্কঃ
নওগাঁয় নবাগত জেলা প্রশাসক মো. আব্দুল আউয়ালের সাথে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সেবা গ্রহীতা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
নওগাঁ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রবিন শীষ এর সভাপতিত্বে মতবিনিময় সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সোহলে রানা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইরফান উদ্দিন আহমেদসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা বক্তব্য রাখেন।
সভায় নওগাঁর নানা সমস্যার চিত্র জেলা প্রশাসকের কাছে তুলে ধরেন জনপ্রতিনিধি ও সেবাগ্রহীতারা। এসময় সবাইকে গঠনমূলক পরামর্শ দিয়ে পাশে থেকে সহযোগীতা করার আহবান জানিয়ে জেলার সার্বিক উন্নয়নকে এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দেন নবাগত জেলা প্রশাসক।