মিলন চন্দ্র দেবনাথ, নওগাঁ।
নওগাঁয় বিশ্ব পর্যটন দিবস-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। নওগাঁ জেলা শহরের সার্কিট হাউজের হলরুমে ২৭ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ তারিখ শুক্রবার বিকেল সাড়ে তিনটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত একটানা আড়াই ঘন্টা অনুষ্ঠানটি চলে। বাহিরে তীব্র সৃষ্টি হওয়ার কারণে র্যালি না হয়ে আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব পর্যটন দিবস-২০২৪ অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় অংশ গ্রহণ করেছিলেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল। অতিরিক্ত জেলা প্রশাসক সোহেল রানা (আইসিটি)’র সভাপতিত্বে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। অনুষ্ঠানে আরও বক্তব্য দিয়েছিলেন নওগাঁ সদর উপজেলা নির্বাহী অফিসার, নওগাঁ বিয়াম ল্যাবরেটরি স্কুলের অধ্যক্ষ, নওগাঁ জেলা প্রেস ক্লাবের সভাপতি আবু বক্কর সিদ্দিকসহ জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ ও টেলিভিশন জার্নালিস্ট এবং প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছাত্রছাত্রীরা প্রথমেই আলোচনায় অংশগ্রহণ করে। সেখানে শৃংখলার কাজে নিয়োজিত ছিল স্কাউট সদস্যবৃন্দ। বিশ্ব পর্যটন দিবস-২০২৪ অনুষ্ঠানের সুন্দর ভিডিও চিত্র ধারণ করেন বাংলাদেশ প্রেস ক্লাব নওগাঁ সদর উপজেলা শাখার প্রচার সম্পাদক ও জাতীয় দৈনিক নাগরিক ভাবনা পত্রিকার নওগাঁ জেলা প্রতিনিধি সাংবাদিক মিলন চন্দ্র দেবনাথ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস ক্লাব নওগাঁ সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক এ কে এম ফজলে মাহমুদ চাঁদ (আইনজীবী), নওগাঁ জেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি কায়েস উদ্দিন, এটিএন বাংলা সাংবাদিক রায়হান আলম,নওগাঁ ইউনাইটেড প্রেসক্লাবের সদস্যবৃন্দ সহ
বিশ্ব পর্যটন দিবস ২০২৪-এর এবারের প্রতিপাদ্য বিষয় হল ‘Tourism and Peace ‘ অর্থাৎ পর্যটন শান্তির সোপান। আলোচনা সভায় বক্তারা ঐতিহাসিক স্থাপনা নিয়ে আলোচনা করেন।
অধিকাংশ পর্যটকরা ঐতিহাসিক স্থানে ভ্রমণ করে থাকে। তাই পর্যটকদের আকৃষ্ট করতে ঐতিহাসিক স্থাপনা গুলো অধিক যত্নশীল করতে হবে বলে বক্তাদের আলোচনায় তা স্পষ্ট হয়ে ওঠে।