নওগাঁ নিউজ ডেস্কঃ
গতকাল পিপিআর রোগ নির্মূল এবং ক্ষুরারোগ নিয়ন্ত্রণ প্রকল্পের আওতায় ছাগল ও ভেড়ার পিপিআর রোগ মুক্তকরণে ২য় ডোজ টিকা প্রদান কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই কর্মসূচির শুভ উদ্বোধন করেন জনাব ডাঃ মোঃ আব্দুল হাই সরকার পরিচালক, বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তর, রাজশাহী বিভাগ, রাজশাহী।
এ সময় আরো উপস্থিত ছিলেন জনাব ডাঃ মোঃ মাহফুজার রহমান, জেলা প্রাণিসম্পদ অফিসার, নওগাঁ, জনাব ডাঃ মোঃ সাইফুল ইসলাম, জেলা ভেটেরিনারি অফিসার, নওগাঁ, ডাঃ মোঃ আবুল কালাম শামসুদ্দীন, উপ-পরিচালক, জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্র, নওগাঁ, জনাব ডাঃ মোহাম্মদ আমিনুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ অফিসার, নওগাঁ সদর নওগাঁ, জনাব দেওয়ান মোস্তাক আহম্মেদ রাজা, চেয়ারম্যান, হাপানিয়া ইউনিয়ন পরিষদ, নওগাঁ। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, নওগাঁ সদর, নওগাঁর সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
আরও জানা গেছে, পৌরসভার ৯ টি ওয়ার্ড সহ পুরো নওগাঁ সদর উপজেলায় আগামী ১৮ অক্টোবর পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত থাকবে।