মাসুদ রানা,পত্নীতলাঃ
পত্নীতলায় উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উদযাপন করা হয়েছে।
রবিবার (৬ অক্টোবর) বেলা ১১ টায় উপজেলা চত্বর থেকে একটি বর্নাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষন করে একই স্থানে এসে শেষ হয় l
উপজেলা পরিষদ অডিটোরয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ পপি খাতুনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজিজুল কবির, উপজেলা ম্যাধমিক শিক্ষা কর্মকর্তা এটিএম জিল্লুর রহমা, কৃষি অফিসার সোহরাব হোসেন, উপজেলা প্রকল্প কর্মকর্তা শোয়েব খান, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা ফিরোজ আল-মানুন, উপজেলা শিক্ষা অফিসার ত্রিশীত কুমার চৌধুরী ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা কর্মচারী, ইউপি চেয়ারম্যানগণ, সাবাদিক, সূধীজন প্রমুখ।
জন্ম-মৃত্যু নিবন্ধন আইন অনুযায়ী শিশু জন্মের ৪৫ দিনের মধ্যে নিবন্ধন, কোনও ব্যক্তির মৃত্যুর ৪৫ দিনের মধ্যে মৃত্যু নিবন্ধন করতে হবে। তবে জন্ম-মৃত্যু নিবন্ধন করতে এসে যেন কেউ হয়রানির শিকার না হয় এরকম বিভিন্ন বিষয়ে আলোচনা হয় ।