গোলজার রহমান,ধামইরহাট প্রতিনিধিঃ
নওগাঁর ধামইরহাটে, ৫১তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। (৮ অক্টোবর) মঙ্গলবার বিকেল তিন ঘটিকায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ মো,আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে এবং একাডেমিক সুপারভাইজার কাজল কুমার সরকারের সঞ্চালনায় এই আয়োজন সমাপণী ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
ধামইরহাট উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিসের যৌথ উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতা শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অত্র ক্রীয়ায় অংশগ্রহণ করেন এবং তাদের প্রতিভা ও দক্ষতা প্রদর্শন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসমা খাতুন। তিনি বলেন, “বর্তমানে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে ক্রীড়ার গুরুত্ব অপরিসীম”। বাংলাদেশ বিনির্মানে একাডেমিক শিক্ষার পাশাপাশি ক্রীড়ায় দক্ষতা অর্জন ভবিষ্যতের নেতৃত্ব গঠনে সহায়ক ভূমিকা পালন করবে।” তাছাড়া তিনি শিক্ষার্থীদের শৃঙ্খলা, সহনশীলতা ও মানসিক দৃঢ়তার গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ধামইরহাট সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহমান, ধামইরহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাবিনা ইয়াসমিন,মো, হারুন অর রশিদ, প্রধানশিক্ষক, কুলফত পুর উচ্চ বিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও শারীরিক শিক্ষার গন শিক্ষক প্রমুখ।
এবারের গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় দাবা, সাঁতার( চিৎ সাঁতার, প্রজাপতি সাঁতার, মুক্ত সাঁতার, মিড রিলে সাঁতার, বুক সাঁতার) ও কাবাডি খেলার আয়োজন করা হয়। শিক্ষার্থীরা মুক্ত সাঁতার, চিৎ সাঁতার, প্রজাপতি সাঁতার, বুক সাঁতার এবং মিড রিলে সাঁতারে অংশ নিয়ে অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করেন। কাবাডি প্রতিযোগিতায় দলগত শৃঙ্খলা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা দর্শকদের মুগ্ধ করে।
সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে ট্রফি ও সনদপত্র তুলে দেওয়া হয়। প্রধান অতিথি ইউএনও আসমা খাতুন সহ অন্যান্য বিশেষ অতিথিরা বিজয়ীদের পুরস্কৃত করেন। পুরস্কার বিতরণী পর্বে শিক্ষার্থীদের মাঝে উচ্ছ্বাস ও উদ্দীপনা দেখা যায়, যা ভবিষ্যত তাদের ক্রীড়াক্ষেত্রে আরও উৎসাহিত করবে।শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি নেতৃত্ব গঠনে সহায়ক ভূমিকা পালন করে। স্থানীয়দের মতে, এ ধরনের প্রতিযোগিতা দলগত কাজ ও শৃঙ্খলা শেখানোর মাধ্যমে শিক্ষার্থীদের জীবন দক্ষতা বৃদ্ধিতে সহায়ক হয়।