গোলজার রহমান,ধামইরহাট প্রতিনিধিঃ
নওগাঁর ধামইরহাটে উপজেলা প্রশাসনের আয়োজনে মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকাল দশটার সময় উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুনের সভাপতিত্বে উপজেলা পরিষদ সভাকক্ষে সভাটি করা হয়।
আলোচনা সভায় ৫ আগস্টের পর উপজেলার বিভিন্ন এলাকায় মাদক সেবীদের কারণে চুরিবৃদ্ধি রোধ, পলিথিনের ব্যাগ ব্যবহার না করে পাটের তৈরি ব্যাগ ব্যাবহারে সচেতনতা বৃদ্ধি, মাদকদ্রব্য ও বাল্যবিবাহ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণসহ উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পূর্ণ করতে পারায় সন্তোষ প্রকাশ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) রাইসুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন অফিসার কামরুজ্জামান সরদার, ধামইরহাট পল্লী বিদ্যুতের ডিজিএম সৈয়দ সাজ্জাদুল আজম,
উপজেলা নির্বাচন অফিসার আনিছার রহমান, কৃষি সম্প্রসারণ অফিসার অভিজিৎ কুমার কুন্ডু, উপজেলা একাডেমিক সুপারভাইজার কাজল কুমার সরকার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বিজিবি প্রতিনিধিসহ উপজেলার বিভিন্ন দপ্তর প্রধান।