গোলজার রহমান,ধামইরহাাট প্রতিনিধিঃ
নওগাঁর ধামইরহাটে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উপজেলা শাখা যুবদলের দুইটি গ্রুপ আলাদা করে ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে।
রেববার (২৭ অক্টোবর) সকাল এগারোটায় ধামইরহাট পূর্ব বাজারে উপজেলা ও পৌর যুবদলের নতুন অফিস উদ্বোধনের মাধ্যমে উপজেলা বিএনপির আহবায়ক মো. তহিদুল ইসলামের সভাপতিত্বে ও সোমবার (২৮ অক্টোবর) সকাল এগারোটায় ধামইরহাট বিএনপি দলীয় কার্যালয়ে মো. আলতাফ হোসেনের সভাপতিত্বে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দুই গ্রুপের আয়োজনে আলাদা করে দিবসটি উদযাপন করা হয়।
এরপর দোয়া ও আলোচনা সভা শেষে দুঃস্থদের মাঝে খাবার বিতরণ, ফ্রি মেডিকেল ক্যাম্প, রক্তদান কর্মসূচি ও ফ্রি ওষুধ বিতরণ করা হয়। ধামইরহাটে বিএনপির দুইটি গ্রুপ হওয়ায় তারা আলাদা করে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে।
এসময় উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা বিএনপির সভাপতি ও এমপি মনোনয়ন প্রত্যাশী মো. মাহাবুবুর রহমান চৌধুরী চপল, উপজেলা বিএনপির আহবায়ক মো. ফেরদৌস খান, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য শামিম কবির (মিল্টন), পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো. রেজুয়ান হোসেন, মো. আজমল হোসেন চৌধুরী সাহান।
এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর বিএনপির আহবায়ক সদস্য সহিদুল ইসলাম সরকার, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক আলহাজ্ব মো. রুহুল আমিন, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক মেহেদী হাসান (শাহিন), পৌর যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক আনারুল ইসলাম ও উপজেলা পৌর ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।