1. admin@dailynaogaonnews.com : admin :
রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১২:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁয় নেসকোর প্রিপেইড কার্ড মিটারে ভোগান্তী; চালু না করার দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত আন্তর্জাতিক আরবী ভাষা দিবসে আমাদের প্রত্যাশা ধামইরহাটে দুস্থ ও এতিম দের মাঝে দুম্বার মাংস বিতরণ করলেন উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান সাপাহারে বিএনপি নেতা মাহমুদুস সালেহীনের ব্যক্তিগত উদ্যোগে শীতবস্ত্র বিতরণ আঠারো ডিসেম্বর নওগাঁয় হানাদার মুক্ত দিবস পালিত থ্রি স্টার ক্লাবের আয়োজনে নওগাঁর চকচাঁপাই কলেজ মাঠে ফুটবল খেলা অনুষ্ঠিত ধামইরহাটে উদ্যোক্তা তৈরিতে ব্যাপক সাড়া ফেলেছে সামাজিক সংগঠন “মানবসেবা “ একুশে পরিষদ নওগাঁ’র আয়োজনে বেগম রোকেয়ার জন্ম ও মৃত্যুবার্ষিকী পালিত নওগাঁর ধামইরহাটে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ বায়োজিদসহ সকল শহীদ ও আহতদের স্মরণে স্মরণসভা নওগাঁয় রোভার স্কাউটের তাঁবুবাস ক্যাম্পের উদ্বোধন

নওগাঁয় কাঁচা ঝালের দাম অর্ধেক এ নেমে আসায় জনমনে স্বস্থির নিঃশ্বাস

  • প্রকাশিত : বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪
  • ২২ বার পঠিত


কাজী স্বাধীন,স্টাফ রিপোটারঃ

নওগাঁ পাইকারি বাজারে কাঁচা ঝাল গত সপ্তার ব্যবধানে ২২০ টাকা কেজি থেকে আজকের বাজার ৬০ থেকে ৭০ টাকা কেজি কাঁচা ঝাল বিক্রয় হচ্ছে বুধবার(৩০ অক্টোবর) সকালে জেলা শহরের পাইকারী বাজারে প্রতি কেজি কাঁচা ঝাল ৬০/৭০ টাকায় বিক্রি হতে দেখা গেছে।

যা গত সপ্তাহে ছিল ২২০/২৩০ টাকা দরে। দাম কমাতে সাদারন মানুষের মধ্যে অনেক স্বস্তি বিরাজ করছে। কিনতু তার উলট ও ডাবল দামে খুচরা বাজারে বিক্রয় হচ্ছে । বাজারে খোজ নিয়ে দেখা গেছে প্রতি কেজি কাঁচা ঝাল ১২০/ ১৩০ টাকা বিক্রয় করছে। বাজার মনিটরিং এর যেন কেউ নাই যার যেমন ইচ্ছে তেমন ভাবে সাধারন মানুষের পকেট কাটছে তারা। সাধারন মানুষের অভিযোগ এই জন্যই কি আমরা দেশ স্বাধীন করেছিলাম আগেই তো আমরা ভালো ছিলাম। বাজার মনিটরিং এর জন্য প্রতিদিন জোরালো প্রদক্ষেপ নেওয়ার জন্য জেলা প্রশাসক সহ আইন প্রয়োগ কারী সংস্থার প্রতি দৃষ্টি আকর্ষণ করছি।

অতি তারাতারি বাজার মনিটরিং এর ব্যবস্থা করুন। আর তা না হলে সাধারন মানুষ আইন তাদের নিজ হাতে নিতে বাধ্য হবে, অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। পাইকারী বাজারের ব্যবসায়িরা বলেন সরবরাহ সাভাবিক থাকলে আরো দাম কমবে বলে আশা করছি। সরকারের নির্দেশনা অনুযায়ী সারা দেশে বাজার ব্যবস্থা স্থিতিশীল রাখতে বলাহয়েছে কিনতু তা দৃশ্যমান নয়। তারই ধারাবাহি কতায় কঠোর বাজার নজরদারী করার কথা আশা করছি খুব তারাতারি এই প্রদক্ষেপ নিবেন প্রশাসন আগামিতে ক্রেতাদের ক্রয় সিমার নাগালে আসবে বলে আমরা আশা করছি।

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 Daily Naogaonnews
Theme Customized By Shakil IT Park