মিলন চন্দ্র দেবনাথ,নওগাঁঃ
নওগাঁ জেলা শহরের নওগাঁ পৌরসভার ৫ নং ওয়ার্ডের আরজী নওগাঁর হঠাৎ পাড়ায় ১৬ প্রহর ব্যাপী হরিবাসরের আনুষ্ঠানিক অধিবাস আগামীকাল বৃহস্পতিবার। আগামীকাল বৃহস্পতিবার আনুষ্ঠানিক অধিবাসের মধ্য দিয়ে ১৬ প্রহর ব্যাপী শ্রীশ্রী রাধা গোবিন্দের লীলা কীর্তন যজ্ঞানুষ্ঠান কার্যক্রমের শুভ উদ্বোধন করা হবে। স্থানীয় সনাতন ধর্মাবলম্বী (হিন্দু সম্প্রদায়) যুবকগণ ভক্ত সংঘের ব্যানারে অনুষ্ঠানটি পরিচালনা করবেন বলে জানা গেছে।
১ নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ শুক্রবার অরুণোদয় হতে এ লীলা কীর্তন যজ্ঞানুষ্ঠান ৩ নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ রবিবার কুঞ্জ ভঙ্গের মধ্য দিয়ে অনুষ্ঠানটির আনুষ্ঠানিকতা শেষ প্রান্তে এসে পৌঁছাবে। এর আগে ২ নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ তারিখ শনিবার রাসযাত্রা অনুষ্ঠিত হবে। ৪ নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ তারিখ রোজ সোমবার নগর কীর্তন, দধিমঙ্গল এবং নিজ কৃপাগুনে মহন্ত বিদায়ের মধ্য দিয়ে অনুষ্ঠানটির আনুষ্ঠানিকতার পরিসমাপ্তি ঘটবে। স্থানীয় ভক্ত সংঘের (সনাতন ধর্মাবলম্বী যুবকগণের) সাধারণ সম্পাদক শ্রী গোপাল চন্দ্র হালদার এবং সভাপতি তপন কুমার হাজরা মহোদয়ের সঙ্গে কথা বলে অনুষ্ঠানটির বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত জানা গেছে।
ইতোমধ্যে নওগাঁ জেলা প্রশাসক মহোদয়ের কাছ থেকে অনুষ্ঠানটির আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পাদনের জন্য মৌখিকভাবে অনুমোদন এবং সার্বিক সহযোগিতার আশ্বাস পাওয়া গেছে। এছাড়া ও নওগাঁ জেলা পুলিশ সুপার মহোদয়ের কাছে আবেদনের প্রেক্ষিতে অনুষ্ঠানটি শুরু থেকে শেষ পর্যন্ত সার্বিক নিরাপত্তার ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।
এ রিপোর্ট লেখার সময় জানতে পারা গেছে চার দিন আগে নওগাঁ জেলা প্রশাসনের পক্ষ থেকে পুলিশ এসে অনুষ্ঠানস্থল পরিদর্শন করে সার্বিক তদন্ত করে গেছেন বলে স্থানীয় ভক্ত সংঘের সভাপতি ও সাধারণ সম্পাদক মহোদয় বিষয়টি জানিয়েছেন। ১৬ প্রহর ব্যাপী এই লীলা কীর্তন যজ্ঞানুষ্ঠানটিতে প্রত্যেকদিন ৮ থেকে ১০ হাজার ভক্ত সমাগম হবে বলে আশা করা হচ্ছে।