গোলজার রহমান ধামইরহাট প্রতিনিধিঃ
নওগাঁর ধামইরহাটে উপজেলা কৃষি অফিসের আয়োজনে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি প্রণোদনা বিতরণ করা হয়েছে।
বুধবার (৩০ অক্টোবর) সকাল সাড়ে দশটার সময় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ তৌফিক আল জুবায়েরের সভাপতিত্বে এর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুন।
এসময় তালিকাভুক্ত ৪ হাজার ৬০০ জন কৃষকদের মধ্যে প্রত্যেককে মাথাপিছু দশ কেজি করে এমওপি সার, দশ কেজি ডিএপি ও এক কেজি সরিষার বীজ দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মনসুর আলী, কৃষি সম্প্রসারণ অফিসার অভিজিৎ কুমার কুন্ডু, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর রাব্বি প্রমুখ।