নওগাঁ নিউজ ডেস্কঃ
০৮ নভেম্বর শুক্রবার “বৈষম্যহীন কর্মক্ষেত্র, সময়ের দাবী “এই প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে নওগাঁয় গণপ্রকৌশল দিবস-২০২৪ ও আইডিইবির আইডিইবির (ইনষ্টিটিউশান অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার’স বাংলাদেশ ) ৫৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় ও অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয়েছে। এ উপলক্ষে নওগাঁ শহরেরর মুক্তির মোড় শহীদ মিনারে এক মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা শেষে প্রাণবন্ত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁর অতিরিক্ত জেলা প্রশাসক(ডিডিএলজি) এটি এম এ মমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ সাজ্জাদ হোসেন।
সংগঠনটির নওগাঁ জেলা শাখার সভাপতি এ কে এম নাজমুল আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন আইডিইবির নওগাঁ জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ ফেরাউল ইসলাম,সমাজ সেবক রোটারিয়ান চন্দন দেব, বাকাশাপের নওগাঁ জেলার আবু হুরাইরা হাসিবসহ প্রমূখরা।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত ও গীতা পাঠ করা হয়। আলোচনা অনুষ্ঠানের পরে রঙ্গীন বেলুন উড্ডয়নের মধ্যদিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোদন করা হয়। এরপরে এক সু-সজ্জিত এক র্যালী নওগাঁ শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে জেলা পরিষদ পার্কে এসে শেষ হয়।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “এটি একটি ঐতিহ্যবাহী ও পুরাতন সংগঠন। দেশ গড়ার ও রাষ্ট্রের অবকাঠামো নির্মাণে প্রকৌশলীদের বিকল্প নেই। তাই গণপ্রকৌশল দিবসে দেশের সকল প্রকৌশলীদের অকৃত্রিম শুভেচ্ছা জানাই। তিনি আরও বলেন- যারা অধ্যয়নরত তারা যেন পড়াশুনায় মনোযোগ দেয়, কেননা শুধু সার্টিফিকেট ধারী ইঞ্জিনিয়ার দিয়ে রাষ্ট্রের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। একই সাথে প্ল্যান ব্যতীত নির্মাণ না করার জন্য সকল নাগরিক কে উদাত্ত আহ্বান জানান।
পরে আইডিইবির সভাপতি বলেন, রাষ্ট্রের সকল উন্নয়নের ক্ষেত্রে আমরাই হলাম শুরু এবং শেষ কারিগর। তাই ৫৩ বছর আগে প্রকৌশলীদের স্বার্থ সংরক্ষণ ও বিভিন্ন দাবী-দাওয়া আদায়ে এই সংগঠনটি জন্মলাভ করে। যা পঞ্চান্ন বছরে পদার্পন করলো। তিনি আগামীদিনে সংগঠনটির সফলতা কামনা করেন। উল্লেখ্য এই কর্মসূচী উপলক্ষে নওগাঁ পৌরসভা কাউন্সিলর কক্ষে সম্প্রতী সন্ধ্যায় এক প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছিল।