মিলন চন্দ্র দেবনাথ,নওগাঁঃ
গ্রাম বাংলাসহ সারা বিশ্বের ঐতিহ্যবাহী জনপ্রিয় ফুটবল খেলা পারবাঁকাপুর গ্রামে অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (১৫ ই নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ তারিখ) বিকাল ৪ টা হইতে বিকাল ৫টা পর্যন্ত ১০ মিনিট বিরতিসহ ১ ঘন্টা ব্যাপী এই খেলা চলে। পারবাঁকাপুর কিশোর-তরুণ ফুটবল খেলোয়াড়দের সমন্বয়ে খেলায় অংশগ্রহণকারী ও দর্শকদের বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পারবাঁকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রতিযোগিতামূলক এই ফুটবল খেলা অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য যে, নওগাঁ সদর থানার অন্তর্গত ১২ নং শৈলগাছী ইউনিয়নের ৫নং ওয়ার্ডে পারবাঁকাপুর গ্রামটি অবস্থিত। এই ওয়ার্ডের সাবেক ইউপি মেম্বার পদপ্রার্থী জনসেবক ও পরিচ্ছন্ন মানুষ মোঃ মোরশেদ আলমের নেতৃত্বে আনুষ্ঠানিক এই খেলা চলে। শুরু থেকে শেষ পর্যন্ত এই ফুটবল খেলা পরিচালনার মূল দায়িত্ব পালন করেন অত্র গ্রামের সুপরিচিত বাসিন্দা ও নওগাঁ পৌরসভার ৬ নং ওয়ার্ডের চকপ্রসাদ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নগেন্দ্রনাথ দেবনাথ। এ-গ্রুপ এবং বি-গ্রুপ নামে দুইটি দল এই খেলায় অংশগ্রহণ করে। অতিরিক্তসহ এ-গ্রুপের খেলোয়াড়দের নাম হলো জয় হালদার, সিয়াম সরদার, রাজ সর্দার, ফাইম সরদার, রিয়াদ সরদার, কাজল সরদার, আব্দুল্ল্যা, আলী, তাহের, শিমুল, পার্বন দেবনাথ, রোহান, শিশির এবং সাজ। অতিরিক্তসহ খেলায় অংশগ্রহণকারী বি-গ্রুপের খেলোয়াড়দের নাম হলো
রিদোয়ান,ঈমান,রিয়াদ, তৌফিক, তৌহিদ, সজিব, মিশু, সাদিক, আজিজ, দীপ্ত, হামজা, হামিম, রিয়ান, বিজয়, তামিম, শাহিনুর, আরাফাত এবং মেজবা। ইতোপূর্বে এই ফুটবল খেলার প্রায় ১৫ দিন আগে ‘পারবাঁকাপুর কিশোর- তরুণ সংঘ’ নামে একটি ফুটবল খেলোয়াড় কমিটি গঠন করা হয়। এই কমিটির উপদেষ্টা নির্বাচিত হয় শৈলগাছী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের পারবাঁকাপুর গ্রামের সাবেক মেম্বার পদপ্রার্থী মোঃ মোরশেদ আলম এবং কিশোর-তরুণ প্রিয় রতন সরদার। সভাপতি নির্বাচিত হয় সিয়াম সরদার, সাধারণ সম্পাদক নির্বাচিত হয় জয় হালদার, সাংগঠনিক সম্পাদক রিয়াদ, ক্যাশিয়ার পার্বন দেবনাথ, কার্যকরী সদস্য শিমুল, সদস্য ফাইম, এবং সদস্য রাজ নাম দিয়ে ‘পারবাঁকাপুর কিশোর-তরুণ সংঘ’- নামে ফুটবল খেলোয়াড় নামক কমিটি গঠন করা হয়। এই কমিটি গঠনের মূল দায়িত্ব পালন করেন স্কুল শিক্ষক নগেন্দ্রনাথ দেবনাথ। তার পরিচালনায় ফুটবল খেলা সম্পন্ন হয়। এই ফুটবল খেলায় এ-গ্রুপ ট্রাই-বেকারে দুই গোলে জয়লাভ করে।
খেলায় রেফারির দায়িত্ব পালন করেন ‘পারবাঁকাপুর কিশোর- তরুণ সংঘে’র উপদেষ্টা মোঃ রতন সরদার। জনপ্রিয় এই ফুটবল খেলায় দর্শক সারিতে উপস্থিত ছিলেন স্থানীয় যুবদল নেতা মোঃ আবু শাফি খান মিঠু এবং জুবায়েল হক হেলাল; অত্র গ্রামের স্থানীয় বাসিন্দা মোঃ আব্দুল রাজ্জাক, মোঃ সুমন আলী সরদার, শ্রী রঞ্জিত কুমার হালদার, কিশোর-তরুণ প্রিয় মহেশ চন্দ্র দেবনাথ, সঞ্জিত হালদার এবং একরামুল ইসলাম। ফুটবল খেলা শেষে বিজয়ী দল এ-গ্রুপ বিজয় উল্লাস প্রকাশ করে এবং পরাজিত দল বি-গ্রুপ বিজয়ীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে। উভয় দল আনন্দ উচ্ছ্বাসের সঙ্গে পরে নৈশ প্রিতীভোজে মিলিত হন ।