গোলজার রহমান ধামইরহাট প্রতিনিধি
নওগাঁর ধামইরহাটে ওয়ার্ল্ড ভিশন ধামইরহাট এপির আয়োজনে ১১৭ জন শিশুর মধ্যে জিএন -এর উপহার বিতরণ-২০২৪(অর্থ বছর ২৫) অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুর বারোটায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তাফিজুর রহমাননের উপস্থিতিতে ধামইরহাটের ৪টি ইউনিয়নের মোট ১১৭ জন শিশুর মধ্যে জিএন-এর উপহার বেডশিট, স্কুল ব্যাগ, চেয়ার, টেবিল, কম্বল, হাইজেন আইটেম, ছাগল, টিন ও সাইকেল বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, ওয়ার্ল্ড ভিশন ধামইরহাট এপির এরিয়া প্রোগ্রাম ম্যানেজার ম্যানুয়েল হাসদা, প্রটেকশন অফিসার প্রদীপ হাসদা, সিনিয়র প্রোগ্রাম অফিসার ডেভিড সাংমা, মুকুল বৈরাগী, জুনিয়র প্রোগ্রাম অফিসার শারমিন আক্তার সুরভী, রোজলিন মিতু কুড়াইয়া ও স্থানীয় প্রিন্ট মিডিয়ার ব্যক্তিগণ।