নওগাঁ নিউজ ডেস্কঃ
নওগাঁ জেলা সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ সাফিউল সারোয়ার বিপিএম-সেবা মহোদয় নওগাঁ জেলায় আগমন করলে অত্র জেলা পুলিশের পক্ষ থেকে সম্মানিত পুলিশ সুপার মহোদয় কে হাউজগার্ড সালামি প্রদান করা হয়।
পরে নওগাঁ পুলিশ লাইন্সে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভার সভাপতিত্ব করেন।
এসময় পুলিশ সুপার মহোদয় বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের নিকট থেকে সমস্যা ও প্রস্তাবের বিষয়ে শোনেন এবং সমাধানের ব্যবস্থা গ্রহণ করেন। তিনি সকল অফিসার ফোর্সকে পুলিশের অভ্যন্তরীন শৃঙ্খলা, পেশাদারিত্ব এবং আইন বিধি মেনে কাজ করার বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
পরে সম্মানিত পুলিশ সুপার মহোদয় পুলিশ লাইন্স ব্যারাক ও মেস্ পরিদর্শন করেন এবং দিক-নির্দেশনা প্রদান করেন। পরিদর্শনকালে জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।