গোলজার রহমান,ধামইরহাট প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাট সীমান্তে টহলরত অবস্থায় চোরাকারবারীদের হামলায় মুজিবুর নামে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবির এক সদস্য গুরুতর আহত হওয়ার খবরপাওয়া গেছে। তিনি বস্তাবর ক্যাম্পের নায়েক সুবেদার হিসেবে দায়িত্ব পালন করছেন। গত বৃহস্পতিবার ভোর রাতে উপজেলার আলমপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড(চকহরিহরপুর)শাখাহাটি এলাকায় এই ঘটনাটি ঘটে। ঘটনাস্থলে অতিরিক্ত বিজিবি মোতায়েন করা হয়েছে। গত শুক্রবার সকালে পত্নীতলা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আফতাব উদ্দিন ও ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এরপর দুপুরে পত্নীতলা ব্যাটালিয়ন-১৪ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মো. হামিদ উদ্দিন, পিএসসি ঘটনাস্থল পরিদর্শন করেন। সকালে সরে জমিনে ওই এলাকার শিমুলতলী ব্রিজের ধামইরহাট থেকে আগ্রাদ্বীগুনে যাওয়ার একমাত্র সড়কের পাশে একটি কলা বাগানের মাটিতে রক্ত ও পাশের ধান ক্ষেতে ধস্তাধস্তির চিহ্ন দেখা গেছে। তবে ওই দিন রাতে বিজিবি ও চোরাকারবারীদের সাথে কি ঘটনা ঘটেছিল এবং কতজন আহত হয়েছেন এ বিষয়ে বিজিবির সদস্যদের প্রশ্ন করা হলে তারা কিছুই জানেন না বলে জানান। স্থানীয় বাসিন্দা মালা রানী ও পুর্ণিনার সঙ্গে কথা বলে জানা গেছে, ‘আনুমানিক ভোর চারটার সময় বাড়ির বাহিরে কে বা কারা ধর ধর বলে চিল্লাচিল্লি করছিল। তাঁরা ভেবেছিলেন পাড়ায় হয়ত চোর ঢুকেছে সে কারণে ভয়ে ঘর থেকে বের হননি।‘তবে একাধিক ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যায়,‘ওই এলাকার আশেপাশে চার থেকে পাঁচটি ইটভাটা রয়েছে। রাত হলেই ইটভাটার শ্রমিকেরা চিল্লাচিল্লি করেন। তাঁরা বুঝতে পারেননি আসলে ওইদিন রাতে কি ঘটনা ঘটেছিল।‘ নওগাঁ ১৬ বিজিবির সিও লেফটেন্যান্ট কর্নেল হামিদ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, রাতে সীমান্তে বিজিবি সদস্যরা টহল দিচ্ছিলেন। এসময় কিছু চোরাকারবারি বিজিবি সদস্যর উপরে হামলা চালিয়ে পালিয়ে যায়। এতে বিজিবির এক সদস্য আহত হয়। পরে বিজিবির অন্য সদস্যরা তাঁকে উদ্ধার করেন। এরপর প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে ঢাকাতে নেওয়া হয়েছে।