গোলজার রহমান,ধামইরহাট প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে রাজশাহী অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. জিয়াউল হক উপজেলার বিভিন্ন কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। রোববার(১৩ নভেম্বর) দুপুর সাড়ে বারোটায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়, উমার ইউনিয়ন পরিষদ ও ভগবানপুর আশ্রায়ন প্রকল্প পরিদর্শনের সময় বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান তাকে ফুল দিয়ে বরণ করে নেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল ইসলাম,উপ প্রশাসনিক অফিসার মোঃ আলমগীর হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার জুলফিকার আলী শাহ, ধামইরহাট থানার ভারপ্রাপ্ত অফিসার মোজাম্মেল হক কাজী।