গোলজার রহমান,ধামইরহাট প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাটে ২০২২-২৩ অর্থবছরে কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে সরিষা, গম, ভুট্টা, পেয়াজ, চিনা বাদাম, মসুর, খেসারি ও মুগ ফসলের বীজ ও রাসায়নিক সার ও ভর্তুকি মূল্যে কৃষি যন্ত্র বিতরণ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৫ নভেম্বর) দুপুর বারোটায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুল ইসলামের সভাপতিত্বে ধামইরহাট পত্নীতলা আসনের এমপি মো. শহীদুজ্জামান সরকার ৩ হাজার ২২০ জন কৃষকদের মধ্যে এসব উপকরণ বিতরণ উদ্বোধন করেন।এরপর সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় কৃষি যন্ত্রপাতি ভর্তুকি মূল্যে ৫ জন কৃষকদের হাতে পাওয়ার থ্রেসার মেশিনের চাবি তুলে দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আজাহার আলী, উপজেলা কৃষি অফিসার মো. তৌফিক আল জুবায়ের, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম, উপজেলা ভাইস-চেয়ারম্যান মো. সোহেল রানা, ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মো. মোজাম্মেল হক কাজী প্রমুখ।