মাসুদ রানা,পত্নীতলা প্রতিনিধি: নওগঁর পত্নীতলায় উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে ২০২২-২৩ অর্থ বছরে রবি ২০২২-২৩ মৌসুমে গম, ভূট্রা, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম, পিয়াজ, মুগ, মসুর ও খেসারী প্রণোদনার আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার( ১৫ নভেম্বর)সকাল সাড়ে১০ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও রুমানা আফরোজের সভাপতিত্বে উপজেলা পরিষদ চত্বরে প্রণোদনা কর্মসূচীর শুভ উদ্বোধন করেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি শহীদুজ্জামান সরকার এমপি । স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ প্রকাশ চন্দ্র সরকার। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল গাফ্ফার,সহকারী কমিশনার (ভূমি) আজিজুল কবির, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আবুল কালাম আজাদ প্রমূখ। এ সময় উপজেলার ৪ হাজার জন কৃষক -কৃষাণীকে সরিষা বীজ ১কেজি করে এবং ১০কেজি ডিএপি ১০কেজি এমওপি প্রদান করা হয়েছে।